Ajker Patrika

নির্মাণসামগ্রীর দাম ৪০ শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ০৪
নির্মাণসামগ্রীর দাম ৪০ শতাংশ বেড়েছে

আট মাসের ব্যবধানে রড, সিমেন্ট, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম ৩৫-৪০ শতাংশ বেড়েছে। এতে চট্টগ্রামে সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতি। আগামী ১৫ দিনের মধ্যে নির্মাণসামগ্রীর দাম না কমালে সরকারের চলমান সব প্রকল্পের কাজ বন্ধ করতে বাধ্য হবেন বলেও জানান ঠিকাদারেরা।

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু লিখিত বক্তব্যে বলেন, আট মাসের ব্যবধানে ৫০-৫২ হাজার টাকার রড বর্তমানে প্রতি টন ৮২-৮৪ হাজার টাকা, ৩২০০-৩৩০০ টাকার পাথর ৫০০০-৫১০০ টাকায়, ৩৬০-৩৬৫ টাকার সিমেন্টের বস্তা বর্তমানে ৪০০-৪২০ টাকা, ৫-৬ হাজার টাকার ইট (প্রতি হাজার) বর্তমানে ৯-১০ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত