Ajker Patrika

প্রতারণার মামলায় ২ ‘সাংবাদিক’ কারাগারে

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮: ০৪
প্রতারণার মামলায় ২ ‘সাংবাদিক’ কারাগারে

রংপুরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই কথিত সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অভিযুক্তরা হলেন রবিন চৌধুরী রাসেল ও শরিফা বেগম শিউলি। তাঁরা বিভিন্ন বেনামি পত্রিকার সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দেন।

মহানগর আমলি আদালতের বিচারক এফ এম আহসান হাবিব গত বুধবার দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর শাপলা চত্বর এলাকার রুপালি ন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার পরিচয় দিয়ে রবিন ও শরিফা চাকরির প্রলোভন দেখিয়ে ছোটন মিয়ার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। ছোটন গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

এ ঘটনায় ছোটন দুজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন। শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন।

তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী ইসলাম গত বছরের ২৩ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেন।

এ মামলায় রবিন ও শরিফা বুধবার জামিনের জন্য আদালতে গেলে বিচারক তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত