Ajker Patrika

কাজের জন্য ৪৮৮ সাংবাদিক কারাবন্দী, নিহত ৪৬

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯: ২৯
কাজের জন্য ৪৮৮ সাংবাদিক কারাবন্দী, নিহত ৪৬

চলতি বছর বিশ্বজুড়ে ৪৮৮ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে তাঁদের কাজের জন্য কারাগারে যেতে হয়েছে। একই সঙ্গে এক বছরে প্রাণ হারিয়েছেন আরও ৪৬ সাংবাদিক।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিগত ২৫ বছর ধরে প্রতিবছরই এ তথ্য প্রকাশ করে আসছে আরএসএফ।

সংগঠনের প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, ১৯৯৫ সালে এই প্রতিবেদন প্রকাশ শুরু করার পর এ বছরই বেশিসংখ্যক সাংবাদিকের কারাবন্দী থাকার তথ্য পাওয়া গেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

এ বছর সাংবাদিকদের নির্বিচারে কারাগারে রাখার ক্ষেত্রে এগিয়ে আছে মিয়ানমার, বেলারুশ ও হংকং।

চলতি বছর এ পর্যন্ত সবচেয়ে বেশি ১২৭ সাংবাদিককে গ্রেপ্তার করেছে চীন। ৫৩ জন সাংবাদিকে গ্রেপ্তার করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মিয়ানমার। আর ৪৩ জন সাংবাদিককে গ্রেপ্তার করে ভিয়েতনাম আছে তৃতীয় স্থানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত