Ajker Patrika

নোংরা পরিবেশে খাদ্য তৈরি ২০ হাজার টাকা জরিমানা

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ৪২
নোংরা পরিবেশে খাদ্য তৈরি   ২০ হাজার টাকা জরিমানা

মনিরামপুর দলিল লেখক কার্যালয়ের পাশেই আল আমিন ফুড কারখানা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সৃষ্ট দুর্গন্ধে কারখানার ভেতরে ও আশপাশে টেকা দায়।

গতকাল মঙ্গলবার দুপুরে নানা অভিযোগে কারখানার ব্যবস্থাপক মোস্তফা কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে মনিরামপুর বাজারের রাজগঞ্জ মোড়ে অবস্থিত নিউ আল আমিন বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন একই আদালত।

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভোক্তা অধিকার যশোর অঞ্চলের উপপরিচালক ওয়ালিদ বিন হাবিব আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন। এ সময় তিনি অভিযান চালিয়ে রাজগঞ্জ মোড়ে অবস্থিত দাদা ভাই মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করেন।

মূল্য তালিকা না থাকায়, ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ ও রান্না ঘরের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্কতামূলক এ জরিমানা করা হয়েছে বলে জানান ওয়ালিদ বিন হাবিব।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ বলেন, ‘আদালত পরিচালনাকালে দেখা গেছে আল আমিন ফুড কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা। দুর্গন্ধে কারখানায় ঢোকা যাচ্ছে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য উৎপাদিত খাদ্যের সঙ্গে মিশ্রণ এবং মোড়ক বিহীন মানুষের খাদ্যের অযোগ্য উপকরণ ব্যবহারের অভিযোগে আল আমিন ফুড কারখানার ব্যবস্থাপক মোস্তফা কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘আমদানিকারকের সিল ছাড়া বিদেশি কোমলপানীয় সংরক্ষণ ও বিক্রয়, অনুমোদন ছাড়া শিশুখাদ্য সংরক্ষণ ও বিক্রয় এবং বেকারির পণ্যের সঙ্গে প্রসাধনী সামগ্রী সংরক্ষণের অপরাধে নিউ আল আমিন বেকারির মালিক জামাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত