Ajker Patrika

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৪
স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ফেনীর বহুল আলোচিত ব্যবসায়ী কায়সার মাহমুদ হত্যা মামলায় তাঁর স্ত্রী শাহনাজ আক্তার নাদিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ জানান, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রামপুরের প্রফেসর আবুল খায়েরের ছেলে কায়সার মাহমুদের সঙ্গে আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে শাহনাজ নাদিয়ার বিয়ে হয়। এরপর থেকেই তাঁদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। ২০১৪ সালের ১১ এপ্রিল চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য স্বামী কায়সারের সঙ্গে নাদিয়া বাসা থেকে বের হন। রাস্তায় নাদিয়া কায়সারকে ছুরিকাঘাত করে ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের পাশে ফেলে রেখে যান। পরে স্থানীয় বাসিন্দারা কায়সারকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে ১২ এপ্রিল দুপুরে পারিবারিক কবরস্থানে কায়সারকে দাফন করা হয়। এ ঘটনার পরের দিন কায়সারের বাবা প্রফেসর আবুল খায়ের তাঁর ছেলের স্ত্রী শাহনাজ নাদিয়া ও প্রেমিক মো. হারুনকে আসামি করে মামলা করেন। নাদিয়াকে ওই দিনই তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাদিয়া জড়িত বলে স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ছাড়া অপর আসামি হারুন একই বছরের আগস্টে পলাতক অবস্থায় দুর্বৃত্তদের হাতে খুন হন। তাই তাঁকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত