Ajker Patrika

মধ্যরাত থেকে শুরু যান চলাচল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ৪৬
মধ্যরাত থেকে শুরু যান চলাচল

গাজীপুরের টঙ্গী-আবদুল্লাহপুর সেতুর ভেঙে যাওয়া অংশের সংস্কার শেষ হয়েছে। রাত-দিন বিরতিহীনভাবে কাজ করে সেতুটির ঝুঁকিপূর্ণ অংশটি চলাচল উপযোগী করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটি প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম। তিনি বলেন, নতুন সেতুর নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সংস্কার করা সেতু দিয়ে যান চলাচল করবে। পাশাপাশি নতুন সেতুর নির্মাণকাজ চলমান থাকবে। নতুন সেতুর মেরামত হয়ে গেলে তার ওপর দিয়ে যান চলাচল শুরু হবে। নতুন সেতু চালু হয়ে গেলে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হবে।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ সেতুর ওপরে পিচ ঢালাই দেওয়া হয়েছে। সে ঢালাইয়ে রোলার দিয়ে সমান করা হচ্ছে। সেতুর নিচে লোহার পাটাতন থেকে অস্থায়ী লোহার মইগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সেতুর একপাশ দিয়ে সাধারণ মানুষ পায়ে হেঁটে সেতু পার হচ্ছে।

গত ১০ নভেম্বর টঙ্গী-আবদুল্লাহপুর সেতুর কিছু অংশ ভেঙে যায়। ভাঙা অংশে স্টিলের পাত বসিয়ে সেতুর এক পাশ দিয়ে শুরু হয় যান চলাচল। পরের দিন সেতুর অন্য অংশে ভাঙন দেখা দিলে চলাচল বন্ধ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত