Ajker Patrika

যুবলীগের ব্যানার হবে কেন্দ্রের অনুমোদনে

যশোর প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ১৮
যুবলীগের ব্যানার হবে কেন্দ্রের অনুমোদনে

যুবলীগের নেতাকর্মীরা কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার করতে চাইলে তাঁদের কেন্দ্রের অনুমোদন নিতে হবে। তবে পর্যায়ক্রমে এ অনুমোদন জেলা কমিটি থেকেও মিলবে। গতকাল বুধবার যশোর জেলা যুবলীগের বর্ধিত সভায় একথা জানান যুবলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী।

কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী বলেন, ‘আমরা অনেক স্থানেই ব্যানার ও ফেস্টুন দেখেছি। যেখানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবিকে ছোট করতে করতে এমন অবস্থানে নিয়ে যাওয়া হয়, যা দেখে আমাদের রক্তক্ষরণ হয়। বঙ্গবন্ধুর আদর্শ যারা মানেন তাঁদেরও রক্তক্ষরণ হয়।’

এ সময় জয়দেব নন্দী আরও বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশ দায়িত্ব নেওয়ার পর এ ব্যাপারে কেন্দ্র কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত