Ajker Patrika

মাস্ক ছাড়া টিকা নিলেন মোংলার কাউন্সিলর

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪২
মাস্ক ছাড়া টিকা নিলেন মোংলার কাউন্সিলর

টিকা দিতে এসেও মাস্ক না ব্যবহারের অভিযোগ উঠেছে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে। এ নিয়ে শহরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া গণটিকার প্রথম দিন সকালে মোংলা পৌর শহরের আলিয়া মাদ্রাসায় টিকা নেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহাদুর মিয়া।

টিকা দেওয়ার ছবি তিনি তাঁর ফেসবুক আইডি ও পৌরসভার ভেরিফায়েড আইডিতে শেয়ার দেন। এতে নানা মন্তব্য করেন ফেসবুক ব্যবহারকারীরা। স্থানীয়দের মুখেও নানা সমালোচনা শোনা যায়।

স্থানীয় নারগিস, শাহজাহান, বেল্লাল, মান্নান বলেন, করোনা থেকে রক্ষার জন্য টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। তবে স্থানীয় কাউন্সিলর বাহাদুর মিয়া মাস্ক ছাড়া টিকাকেন্দ্রে ঢুকেছেন। ওই অবস্থায় টিকা নেন তিনি। টিকা দেওয়ার জন্য দায়িত্বে থাকা নার্সেরা কাউন্সিলরকে মাস্ক পরতে বললে তিনি তাঁদের ওপর ক্ষিপ্ত হন বলে জানা গেছে।

মাস্ক ছাড়া টিকাকেন্দ্রে প্রবেশ ও টিকা নেওয়ার বিষয় জানতে কাউন্সিলর বাহাদুর মিয়াকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, তিনি বিষয়টি দেখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত