Ajker Patrika

জাপানের সঙ্গে আড়াই লাখ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৫৭
জাপানের সঙ্গে আড়াই লাখ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর

বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে দুটি বিনিয়োগ প্রকল্প এবং একটি বাজেট সহায়তাসংক্রান্ত ঋণের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। দুই দেশের মধ্যে এই চুক্তির অর্থের পরিমাণ মোট ২৬৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৩৯ হাজার ৮৫০ কোটি টাকা। স্বাক্ষরিত এসব ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকার সঙ্গে এ বিনিময় নোট এবং বাংলাদেশের জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহ হোয়াকাওয়ার সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত