Ajker Patrika

মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮: ২৮
মোটরসাইকেল  চোর চক্রের ৫ জন গ্রেপ্তার

যশোরে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। রোববার ভোরে জেলার অভয়নগর, বসুন্ধীয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। সেখান থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক ইদ্রিসুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

মামলায় আটক দেখানো হয়েছে অভয়নগরের লক্ষিপুর গ্রামের আরিফুল, হেলাল শেখ, ধোপাদি গ্রামের শিমুল গাজী, শংকরপুর গ্রামের শিমুল, পাঁচকবর এলাকার ফিরোজ মোল্লা ও যশোর সদর থানার জঙ্গলবাঁধাল গ্রামের হাসান আকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত