নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা থেকে নীল সাগরের দেশ মালদ্বীপে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এর মধ্য দিয়ে মাত্র ২৫ হাজার টাকায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে পারবেন সেখানে কর্মরত প্রবাসীরা।
গতকাল শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রুটে প্রথম ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মালদ্বীপে সরাসরি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলা আকাশপথে নতুন দিগন্তের উন্মোচন করেছে। এই রুটে ফ্লাইট চালু হওয়ার ফলে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমানে ঢাকা থেকে মালদ্বীপে যাতায়াত করা ৯০ শতাংশ যাত্রীই শ্রমিক। বাকি ১০ শতাংশ ব্যবসায়ী। এত দিন মালদ্বীপ থেকে দেশে ফিরতে আমাদের শ্রমিক ভাইদের খরচ হতো কমপক্ষে ৬৫ হাজার টাকা। কিন্তু এখন আমরা তাঁদের মাত্র ২৫ হাজার টাকায় দেশে আনতে পারব।’
তিনি বলেন, ‘আজ ঢাকা-মালদ্বীপ ফ্লাইট চালুর মধ্য দিয়ে প্রতি মাসে ১ মিলিয়ন ইউএস ডলারের বৈদেশিক মুদ্রা দেশে আসবে। আমরা শুধু যাত্রী পরিবহন করছি না, রেমিট্যান্সও আনছি।’ এই রুটে প্রাথমিকভাবে ৩টি ফ্লাইট চালু করলেও পর্যায়ক্রমে সপ্তাহে ৭টি ফ্লাইট চালু করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির বলেন, মালদ্বীপ খুবই চমৎকার একটি রাষ্ট্র। আমি চাই, ইউএস-বাংলা সাশ্রয়ী প্যাকেজ দিয়ে বাংলাদেশিদের মালদ্বীপ যাওয়ার সুযোগ করে দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ১১টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়।
ইউএস-বাংলা এয়ারলাইনস সূত্র জানিয়েছে, দেশের একমাত্র এয়ারলাইনস হিসেবে ইউএস-বাংলা প্রতি শুক্র, রবি ও মঙ্গলবার ঢাকা-মালে রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। তাদের ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট প্রতি মঙ্গলবার ঢাকা থেকে বেলা ১১টা ১০ মিনিটে মালের উদ্দেশে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকেল ৩টা ৩৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
একইভাবে প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে মালের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকেল ৩টা ১৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এ ছাড়া প্রতি রোববার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে মালের উদ্দেশে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই রুটে সব ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ২৯ হাজার ৫০৮ টাকা এবং রিটার্ন ভাড়া ৪৫ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা থেকে নীল সাগরের দেশ মালদ্বীপে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এর মধ্য দিয়ে মাত্র ২৫ হাজার টাকায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে পারবেন সেখানে কর্মরত প্রবাসীরা।
গতকাল শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রুটে প্রথম ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মালদ্বীপে সরাসরি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলা আকাশপথে নতুন দিগন্তের উন্মোচন করেছে। এই রুটে ফ্লাইট চালু হওয়ার ফলে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমানে ঢাকা থেকে মালদ্বীপে যাতায়াত করা ৯০ শতাংশ যাত্রীই শ্রমিক। বাকি ১০ শতাংশ ব্যবসায়ী। এত দিন মালদ্বীপ থেকে দেশে ফিরতে আমাদের শ্রমিক ভাইদের খরচ হতো কমপক্ষে ৬৫ হাজার টাকা। কিন্তু এখন আমরা তাঁদের মাত্র ২৫ হাজার টাকায় দেশে আনতে পারব।’
তিনি বলেন, ‘আজ ঢাকা-মালদ্বীপ ফ্লাইট চালুর মধ্য দিয়ে প্রতি মাসে ১ মিলিয়ন ইউএস ডলারের বৈদেশিক মুদ্রা দেশে আসবে। আমরা শুধু যাত্রী পরিবহন করছি না, রেমিট্যান্সও আনছি।’ এই রুটে প্রাথমিকভাবে ৩টি ফ্লাইট চালু করলেও পর্যায়ক্রমে সপ্তাহে ৭টি ফ্লাইট চালু করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির বলেন, মালদ্বীপ খুবই চমৎকার একটি রাষ্ট্র। আমি চাই, ইউএস-বাংলা সাশ্রয়ী প্যাকেজ দিয়ে বাংলাদেশিদের মালদ্বীপ যাওয়ার সুযোগ করে দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ১১টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়।
ইউএস-বাংলা এয়ারলাইনস সূত্র জানিয়েছে, দেশের একমাত্র এয়ারলাইনস হিসেবে ইউএস-বাংলা প্রতি শুক্র, রবি ও মঙ্গলবার ঢাকা-মালে রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। তাদের ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট প্রতি মঙ্গলবার ঢাকা থেকে বেলা ১১টা ১০ মিনিটে মালের উদ্দেশে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকেল ৩টা ৩৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
একইভাবে প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে মালের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকেল ৩টা ১৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এ ছাড়া প্রতি রোববার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে মালের উদ্দেশে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই রুটে সব ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ২৯ হাজার ৫০৮ টাকা এবং রিটার্ন ভাড়া ৪৫ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫