Ajker Patrika

৮১ দিনেও মুক্তি পেল না কিশোরটি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২: ২৫
৮১ দিনেও মুক্তি পেল না কিশোরটি

একটি খুনের মামলায় আটক করে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল কিশোরটিকে (১৬)। গত ৮ আগস্ট আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে জামিনদার হিসেবে বৈধ অভিভাবক বা নিকটাত্মীয় কাউকে না পাওয়ায় জামিনের পর গতকাল বুধবার ৮১ দিন পেরিয়ে গেলেও মুক্তি পায়নি সে।

মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় গত ৮ মার্চ ভাঙারির দোকানে ঢুকে কোহিনুর বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ওই কিশোরকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কোহিনুর বেগমের স্বামী ভাঙারি ব্যবসায়ী মো. বেল্লাল সরদার ৯ মার্চ নলছিটি থানায় মামলা করেন।

ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসার মো. শিবলী নোমান খান বলেন, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) সহকারী পরিচালক মো. জাকির হোসেন এক পত্রের মাধ্যমে লিগ্যাল এইড সহায়তার আবেদন করেন। আইনি সহায়তা দিয়ে ওই কিশোরের জামিন করানো হয়েছে। কিন্তু তার সঠিক স্থায়ী ঠিকানা নিশ্চিত হতে না পারায় বৈধ অভিভাবক পাওয়া যাচ্ছে না।

ঝালকাঠির কারাধ্যক্ষ জান্নাত উল ফরহাদ জানান, কিশোরটি ভবঘুরে প্রকৃতির হওয়ায় তার কোনো সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার স্বীকারোক্তি অনুযায়ী সে ভোলার লালমোহন উপজেলার পাঙ্গাইস্যা গ্রামের মৃত মো. সোহেলের ছেলে।

ঝালকাঠি সমাজসেবা প্রবেশন কর্মকর্তা সানজিদা আয়েশা জানান, নিয়মানুযায়ী তাকে মুক্তি দিয়ে বৈধ অভিভাবকের কাছে হস্তান্তর করতে হবে। তবে আমরা তার বৈধ অভিভাবক খুঁজে পাচ্ছি না। তারপরও কোনো গ্রান্টার (জামিনদার) পেলে মানবিক কারণে আমরা তার মাধ্যমে তাকে মুক্ত করে দিতে পারতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত