Ajker Patrika

বিশ্বসেরায় বেরোবির ৭ শিক্ষক

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১: ২৪
বিশ্বসেরায় বেরোবির ৭ শিক্ষক

গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত শিক্ষক। সম্প্রতি ১২ ক্যাটাগরিতে বিশ্বের ২০৬ দেশের গবেষকদের তালিকা প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামে একটি প্রতিষ্ঠান। এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি ১ হাজার ৭৮৮ গবেষক।

বেরোবির সাত গবেষকের মধ্যে এগিয়ে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে তাঁর অবস্থান ১৩৫তম। এরপরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান (৭৩২তম), পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান (১ হাজার ৩৬৪তম) ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস রহমান (১ হাজার ৩৭২তম)।

এ ছাড়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক (১ হাজার ৪৩০তম), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ (১ হাজার ৬০৩তম) ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান (১ হাজার ৬৫৬তম) তালিকায় জায়গা করে নিয়েছেন।

গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে গবেষকদের শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে এডি ইনডেক্স। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে তাঁদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত