Ajker Patrika

বেরোবির বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২: ৩৪
বেরোবির বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চার শিক্ষককে বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক।

সহকারী পরিচালক জানান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল কবীর বিপ্লব এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক তানিয়া নুসরাতকে।

এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল হুদা লিটন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরনবী ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে চারজনকে এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত