Ajker Patrika

ধারাবাহিকে আশরাফুলের অভিনয়

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৩০
ধারাবাহিকে আশরাফুলের অভিনয়

ক্রিকেটার আশরাফুলকে প্রথম অভিনয়ে দেখা গিয়েছিল এক দশক আগে। এত দিন পর আবারও তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন। জানা গেছে, ‘গোল্ডেন সিক্স’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন আশরাফুল।

বৃহস্পতিবার থেকে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন আশরাফুল। ‘গোল্ডেন সিক্স’ নাটকটি পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান।

নির্মাতা জানান, মাঠের খেলা ও খেলার বাইরেও ক্রিকেট নিয়ে নানা বাণিজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে নাটকে। এতে আশরাফুল অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে।

‘গোল্ডেন সিক্স’ ধারাবাহিকটি প্রচার হবে আরটিভিতে। এতে আরও অভিনয় করছেন যাহের আলভী, শেহতাজ, রুকাইয়া জাহান চমক, মুকিত জাকারিয়া, ডা. এজাজ, ফারুক আহমেদ, সুমন পাটোয়ারী, সোহেল খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত