Ajker Patrika

এক বিভ্রান্তি দূর করতে আরেক বিভ্রান্তি সৃষ্টি আলেশা মার্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ২৭
এক বিভ্রান্তি দূর করতে আরেক বিভ্রান্তি সৃষ্টি আলেশা মার্টের

সংবাদ সম্মেলন ডেকেও তা বাতিল করেছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে এমন খবর ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে খবরটিকে বিভ্রান্তিকর বলে দাবি করেন সংশ্লিষ্টরা। আর এই বিভ্রান্তি দূর করতেই গতকাল বুধবার তেজগাঁওয়ের নাসরিন টাওয়ারে সংবাদ সম্মেলন করা হবে বলে জানায় আলেশা মার্ট। কিন্তু পরবর্তীতে তা বাতিল করা হয়। সংবাদ সম্মেলন ডেকেও বাতিল করায় প্রতিষ্ঠানটি আসলেই বন্ধ হয়ে গেছে কি না তা নিয়ে নতুন করে বিভ্রান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

এ বিষয়ে আলেশা মার্টের প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী তানজিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনটি হয়নি।’

গতকাল লাইভে এসে মঞ্জুর আলমও দাবি করেন তিনি অসুস্থ। পাশাপাশি আলেশা মার্ট কিছু সমস্যার মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত