Ajker Patrika

ইমামকে মারধর তদন্তে কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ১২
ইমামকে মারধর তদন্তে কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউট মসজিদের ইমাম শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বালককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেলকে আহ্বায়ক ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলীকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। এতে সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলামকে সদস্য করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে কর্মরত এক বালককে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম শহিদুল ইসলামকে মারধর করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন সূর্যসেন হলের শিক্ষার্থীরা।

শহিদুল ইসলাম হাটহাজারী উপজেলার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে। এর আগেও এ এফ রহমানে হলের ইমামের দায়িত্বে থাকাকালীন সময়েও তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ গিয়ে ওই ইমামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেলে পাঠান। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত