Ajker Patrika

ফেনীতে ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৮: ০১
ফেনীতে ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হানিফ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মো. হানিফ ফেনী সদর উপজেলার মঠবাড়িয়া জোয়ার কাছার এলাকার ছালেহ আহম্মেদের ছেলে ও ফেনী শহরের সওদাগরপট্টির মেসার্স সাকেরা ফ্যাশনের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী মো. হানিফ ফেনী শহর থেকে মোটরসাইকেলযোগে মহাসড়কে ওঠার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর অপর সহযোগী আহত হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, ময়নাতদন্তের জন্য হানিফের মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত