Ajker Patrika

এবার অখ্যাতরাও দেশসেরা শীর্ষ ৯ ভ্যাটদাতার তালিকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ২৬
এবার অখ্যাতরাও দেশসেরা   শীর্ষ ৯ ভ্যাটদাতার তালিকায়

পরিচিতের পাশাপাশি এবার ৯টি নতুন প্রতিষ্ঠানও শীর্ষ ভ্যাটদাতার তালিকায় জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- অ্যারিস্টোফার্মা, স্কয়ার টয়লেট্রিজ, মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি, এসএম মোটরস, এমকো বাজাজ ইন্টারন্যাশনাল, ইউনিয়ন মোটরস, ইডটকো বাংলাদেশ কোং, গ্রে অ্যাডভারটাইজিং ও রবার্ট বস বাংলাদেশ লিমিটেড। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের প্রকাশিত ২০১৯-২০ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারীদের তালিকা উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে প্রতিষ্ঠানগুলো স্থান করে নিয়েছে। ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে তাদের পুরস্কার দেওয়া হবে।

জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও সেরা ভ্যাটদাতা হিসেবে ১০২টি প্রতিষ্ঠানকে তিন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। জেলা পর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ঢাকার থাই, নর্থ ইন্ড লিমিটেড, চট্টগ্রামের পদ্মা এলপিজি, কক্সবাজারের পর্যটন হোটেল নেটং, মানিকগঞ্জের আকিজ স্টিল মিলস ও খুলনার খুলনা ডকইয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত