Ajker Patrika

১০ হাজার কোটি ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৪৮
১০ হাজার কোটি ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে ১০ হাজার কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে এ ঋণ দেওয়া হবে। গতকাল সোমবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, করোনা মহামারির ধাক্কা মোকাবিলায় বাংলাদেশের অর্থনীতি চাঙা করতে কোরিয়া ১০ হাজার কোটি ডলার সহায়তা দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ বাংলাদেশের আর্থসামাজিক খাত উন্নয়নে স্বল্প সুদে এ ঋণসহায়তা দেবে। গত ২৪ অক্টোবর দুই সরকারের মধ্যে ২০২১-২৫ সাল মেয়াদি ইডিসিএফের নতুন ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অধীনে এটি প্রথম ঋণ।

নতুন ছাড়মূলক ঋণটি পাবলিক ফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমকে এগিয়ে নিতে এবং মহামারিতে ক্ষতি কাটিয়ে উঠতে লড়াই করা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের উন্নতিতে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত