Ajker Patrika

ওষুধের কারখানায় অভিযান, জরিমানা

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৩৮
ওষুধের কারখানায় অভিযান, জরিমানা

ওষুধ তৈরির দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরপিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেনের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার দুপুরে নগরীর বাহার কাছনা এলাকার ‘বি-সান্ত ল্যাবরেটরিজ ইউনানি ফ্যাক্টরি’ এবং নিউ শালবন এলাকার ‘দি মৌভাষা ইসলামিয়া ওষুধ ফ্যাক্টরিতে’ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা এবং ওষুধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এ ঘটনায় বি-সান্ত ল্যাবরেটরিজের মালিক রাশেদুল আনাম প্রামাণিককে ৫ হাজার এবং মৌভাষা ইসলামিয়ার মালিক এমদাদুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের রংপুর জেলার সহকারী পরিচালক তৌহিদুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন।

অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। পাশাপাশি ত্রুটি সংশোধন না করা পর্যন্ত ফ্যাক্টরি দুটির সব কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত