Ajker Patrika

ফেনীতে করোনায় আরও দুজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১২
ফেনীতে করোনায় আরও দুজনের মৃত্যু

ফেনী জেনারেল হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত তাঁদের মৃত্যু ঘটে বলে নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, মারা যাওয়া ব্যক্তিরা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁদের জ্বর, সর্দিকাশিসহ শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

এ ছাড়া করোনার জন্য নির্ধারিত ১৫০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে ৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের সবাইকে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। ভর্তি কোভিড পজিটিভ রোগী রয়েছেন ৩ জন এবং উপসর্গবাহী রয়েছেন ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ভর্তি হয়েছেন।

তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। কিন্তু উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত