Ajker Patrika

জন্ম ও মৃত্যুসনদ সেবায় জেলার শ্রেষ্ঠ মনিরামপুর

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৮
জন্ম ও মৃত্যুসনদ সেবায় জেলার শ্রেষ্ঠ মনিরামপুর

শূন্য থেকে ৪৫ দিন পর্যন্ত বয়সী শিশুর বিনা মূল্যে জন্মসনদ এবং মৃত্যুসনদ সেবায় যশোর জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি, উদ্যোক্তা আনোয়ার হোসেন এবং গ্রাম পুলিশদের সমন্বিত প্রচেষ্টায় জেলার ৯৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রোহিতা।

এ সেবায় জেলার দ্বিতীয় স্থানে রয়েছে মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন। নভেম্বর মাসের জেলার সব ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যুসনদ কার্যক্রম পর্যালোচনা করে সেরা ১০ পরিষদের প্রকাশিত তালিকায় এ তথ্য জানা গেছে। এ ছাড়া শূন্য থেকে ১ বছর বয়সী শিশুর জন্মসনদ বিতরণে নভেম্বর মাসে শ্রেষ্ঠ হয়েছে মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন পরিষদ।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব হুসাইন মোহাম্মদ শওকতের দপ্তর থেকে প্রকাশিত সেরা ১০ ইউনিয়নের মধ্যে নভেম্বর মাসে রোহিতা ইউনিয়ন পরিষদে শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্মসনদের লক্ষ্যমাত্রা ছিল ৪৯টি। এক মাসে এ পরিষদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৫টি জন্মসনদ দিয়েছে। একই মাসে ১৪টি মৃত্যুসনদের বিপরীতে ২৩টি বিতরণ করে এ পরিষদ জেলার শ্রেষ্ঠ হয়েছে।

নেহালপুর ইউনিয়ন পরিষদ জন্মসনদে লক্ষ্যমাত্রা ছাড়াতে না পারলেও মৃত্যুসনদে বিতরণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ তালিকায় তৃতীয়, হরিদাসকাটি পরিষদ জন্মসনদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ও মৃত্যু সনদে লক্ষ্যমাত্রা অর্জন করে পঞ্চম এবং হরিহরনগর ইউনিয়ন পরিষদ মৃত্যুসনদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ তালিকায় সপ্তম স্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত