Ajker Patrika

বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৩
বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে মাষকলাই ও পাটের বীজ, রাসায়নিক সার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈকত ইসলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল হামিদ মাস্টার, কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৩৫০ জন কৃষককে মাষকলাই বীজ ও ৬০ জন কৃষককে নাবী পাটবীজসহ সার ও টাকা দেওয়া হয়।

এ দিকে সংসদ সদস্য মো. মকবুল হোসেন চারজন দুস্থ রোগীর চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের আড়াই লাখ টাকার চেক বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত