নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মীয় অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার শিকার সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। আর এসব সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করে তাঁদের শাস্তির দাবি জানিয়েছে ১৪ দলীয় জোট।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গতকাল মঙ্গলবার সম্প্রীতি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটি দুর্গাপূজায় হাজার হাজার পূজামণ্ডপে পূজা চলেছে, কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ আগামী নির্বাচন সামনে রেখে হিন্দুদের বাড়িঘরে হামলা শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই, আওয়ামী লীগ রাজপথে আছে। যত দিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙে দিতে পারব, তত দিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে।’ আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘হিন্দু ভাইদের বলব, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে।’
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উসকানি দিয়ে ভারতের মুসলমানদের একটা বড় অংশের জীবনকে বিপন্ন করে ফেলা হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভারতে মুসলমান আছে, তাদের জানমালের কথাও আমাদের ভাবতে হবে।’
কুশীলবদের খোঁজ চায় ১৪ দল
সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়েছে ১৪ দলীয় জোট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে জোট নেতারা এই দাবি জানান।
বৈঠক শেষে জোটের নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বলেছি এই ঘটনা পূর্বপরিকল্পিত। ৫০ বছরে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেখিনি। আমরা বলেছি, এর পেছনে যে কুশীলবরা কাজ করেছে তাদের খুঁজে বের করতে হবে।’
এসব ঘটনার পেছনে প্রশাসনিক ও গোয়েন্দাদের ব্যর্থতা আছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে ১৪ দল। মেনন বলেন, কোথাও যদি কোনো শৈথিল্য থাকে, সেটা দেখতে হবে।
কার উদ্দেশ্য সফল করতে মৃত্যু: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি সামাল দিতে চাঁদপুরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশ অনেক এগিয়েছে। এটা বিনষ্ট করার জন্য আজকে নানান ধরনের চক্রান্ত দেখছি। এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে কিছু মানুষ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল তখন তারা গুলি করতে বাধ্য হয়েছে। এ ঘটনায় আগে চারজন আর আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। কার উদ্দেশ্য সফল হওয়ার জন্য এই মৃত্যু?’
পুলিশ-প্রশাসন ব্যর্থ: টিআইবি
দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৫ জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতায় ছয়জন নিহত ও কয়েক শ লোক আহত হওয়ার তথ্য দিয়ে টিআইবি বলছে, আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় এখন এসব ঘটনা ঘটছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল এক বিবৃতিতে বলেন, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর প্রায় সপ্তাহব্যাপী চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন দুঃখজনক ব্যর্থতার পরিচয় দিল। ঘটনা ঘটে যাওয়ার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
ধর্মীয় অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার শিকার সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। আর এসব সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করে তাঁদের শাস্তির দাবি জানিয়েছে ১৪ দলীয় জোট।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গতকাল মঙ্গলবার সম্প্রীতি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটি দুর্গাপূজায় হাজার হাজার পূজামণ্ডপে পূজা চলেছে, কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ আগামী নির্বাচন সামনে রেখে হিন্দুদের বাড়িঘরে হামলা শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই, আওয়ামী লীগ রাজপথে আছে। যত দিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙে দিতে পারব, তত দিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে।’ আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘হিন্দু ভাইদের বলব, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে।’
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উসকানি দিয়ে ভারতের মুসলমানদের একটা বড় অংশের জীবনকে বিপন্ন করে ফেলা হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভারতে মুসলমান আছে, তাদের জানমালের কথাও আমাদের ভাবতে হবে।’
কুশীলবদের খোঁজ চায় ১৪ দল
সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়েছে ১৪ দলীয় জোট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে জোট নেতারা এই দাবি জানান।
বৈঠক শেষে জোটের নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বলেছি এই ঘটনা পূর্বপরিকল্পিত। ৫০ বছরে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেখিনি। আমরা বলেছি, এর পেছনে যে কুশীলবরা কাজ করেছে তাদের খুঁজে বের করতে হবে।’
এসব ঘটনার পেছনে প্রশাসনিক ও গোয়েন্দাদের ব্যর্থতা আছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে ১৪ দল। মেনন বলেন, কোথাও যদি কোনো শৈথিল্য থাকে, সেটা দেখতে হবে।
কার উদ্দেশ্য সফল করতে মৃত্যু: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি সামাল দিতে চাঁদপুরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশ অনেক এগিয়েছে। এটা বিনষ্ট করার জন্য আজকে নানান ধরনের চক্রান্ত দেখছি। এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে কিছু মানুষ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল তখন তারা গুলি করতে বাধ্য হয়েছে। এ ঘটনায় আগে চারজন আর আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। কার উদ্দেশ্য সফল হওয়ার জন্য এই মৃত্যু?’
পুলিশ-প্রশাসন ব্যর্থ: টিআইবি
দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৫ জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতায় ছয়জন নিহত ও কয়েক শ লোক আহত হওয়ার তথ্য দিয়ে টিআইবি বলছে, আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় এখন এসব ঘটনা ঘটছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল এক বিবৃতিতে বলেন, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর প্রায় সপ্তাহব্যাপী চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন দুঃখজনক ব্যর্থতার পরিচয় দিল। ঘটনা ঘটে যাওয়ার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫