Ajker Patrika

গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪৭
গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক

বরগুনার পাথরঘাটায় জেসমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাথরঘাটা পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আবুল বাশার পলাতক রয়েছেন।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপপরিদর্শক মোহাম্মদ আবু জাফর।

জেসমিন সুলতানা পাথরঘাটা পৌরশহরের তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সুলতান খানের মেয়ে। তাঁর স্বামী আবুল বাশার খান উপজেলার গর্জনবুনিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে থেকে জানা যায়, রাতে ঘুমানোর সময় জেসমিন সুলতানার সঙ্গে তাঁর স্বামী আবুল বাশারের ঝগড়া হয়। রাত আড়াইটার দিকে আবুল বাশার তাঁর শ্যালক রফিকুল ইসলামকে ফোন করে তাঁর বোন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যান।

সুলতানার চাচাতো ভাই জাকির হোসেন বলেন, সুলতানার দীর্ঘদিন ধরে দ্বিতীয় সন্তান না আসায় তাকে ঢাকা নিয়ে ডাক্তার দেখানোর কথা বললে আবুল বাশার তার স্ত্রীকে টাকার জন্য চাপ দেয়।

পাথরঘাটা থানার উপপরিদর্শক মোহাম্মদ আবু জাফর বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের চেষ্টা করা হচ্ছে। গতকাল শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত