Ajker Patrika

পটিয়ায় নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ২১
পটিয়ায় নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল দুপুরে আশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোহাম্মদ শাহজাহানের বাথুয়া এলাকার নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর করা হয়।

এর আগে বুধবার রাতে কাশিয়াইশ ইউপির ভান্ডারগাঁও এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় আশিয়া ও কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটিয়া থানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ শাহজাহান লিখিত অভিযোগে উল্লেখ করেন, গতকাল দুপুরে ৭ নম্বর ওয়ার্ডের বাথুয়া গ্রামের তাঁর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম কর্মী-সমর্থক নিয়ে এ হামলা করেছেন। তাঁরা প্রতিনিয়ত তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী একজন স্কুলশিক্ষক। তাঁর স্কুলে প্রচার চালাতে গেলে তিনি তাঁর স্কুলের পিয়ন দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে নেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। আমার কর্মী-সমর্থক কেউ তাঁর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেননি।’

কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছ বলেন, ‘স্থানীয় জনগণ, আমার কর্মী-সমর্থকদের উৎসাহ ও স্ব-উদ্যোগে গণসংযোগ-প্রচার দেখে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাশেম ঈর্ষান্বিত হয়েছেন। তাঁর বাহিনী আমার নির্বাচনী ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে।’

অভিযোগ অস্বীকার করেন বর্তমান চেয়ারম্যান এম এ কাশেম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি ডাহা মিথ্যা কথা। কাইছ তাঁর কার্যালয়ে নিজেই অগ্নিসংযোগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ‘দুই ইউপিতে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত