Ajker Patrika

রেমিট্যান্স পাঠানো সহজ হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯: ৫২
রেমিট্যান্স পাঠানো সহজ হলো

রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানো সহজ করতে প্রবাসীদের আয়ের আরও চারটি নতুন উৎস অন্তর্ভুক্ত করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে আয়ের উৎস হিসাবে এসব বিষয়ের সুনির্দিষ্ট উল্লেখ ছিল না। এখন এসব উৎস থেকে রেমিট্যান্স পাঠালে তার ওপর সরকার ঘোষিত আড়াই শতাংশ ভর্তুকির সুযোগ প্রদান করা হবে বলে গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের অবহিত করা হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তানুসারে কোনো প্রবাসী ঘোষণা দিয়ে বৈধ উপায়ে স্বীকৃত ব্যাংক কিংবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে অর্থ দেশে পাঠালে সেই অর্থের বিপরীতে ভর্তুকির সুবিধা প্রদান করা হবে। বিশেষ করে প্রবাসীদের অবসর পরবর্তী ভাতা, প্রভিডেন্ট আয়, নিয়োগকর্তা থেকে বোনাস ও পারিতোষিক ও ছুটি উপভোগকালীন ভাতা থেকে প্রাপ্ত আয়ে ভর্তুকি বোনাস দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রেমিট্যান্স বাড়াতে সরকার আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। কিন্তু অনেকে বিদেশ থেকে অর্থ পাঠালেও তাঁরা সেই অর্থের উৎসের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় রেমিট্যান্স ভর্তুকি পেতেন না। এসব বিষয় আমলে নিয়ে নতুন উৎসসমূহ আয়ের অন্তর্ভুক্ত করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে রেমিট্যান্স পাঠানো আরও সহজ হলো, যা প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে।’

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী বিদেশ থেকে আসা সব ধরনের আয় রেমিট্যান্স নয়। দেশের বাইরে থেকে প্রাপ্ত আয় কিছু শর্ত সাপেক্ষে দেশে এলে তা রেমিট্যান্স হিসেবে গণ্য করা হয়। আর সরকারের দেওয়া আড়াই শতাংশ হারে রেমিট্যান্স ভর্তুকি পেতে কিছু শর্ত আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্সের আয়ের অর্থের উৎস সম্পর্কে প্রয়োজনীয় কাগজপত্র ও অর্থ আহরণের পর টাকায় রূপান্তরের ঘোষণা করলে সেটা রেমিট্যান্স ভর্তুকির আওতাভুক্ত হবে। একজন প্রবাসীর রেমিট্যান্স পাঠাতে প্রাপককে রেমিট্যান্স প্রেরকের বৈধ কাগজপত্র হিসেবে পাসপোর্টের কপি এবং বিদেশি নিয়োগদাতার প্রদত্ত নিয়োগপত্রের কপি, বিএমইটি প্রদত্ত সনদপত্রের কপি, ব্যবসায় নিয়োজিত ব্য̈ক্তির ক্ষেত্রে ব্যবসার লাইসেন্সের কপি রেমিট্যান্স প্রদানকারীর ব্যাংক শাখায় দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, অনেকেই বিদেশ থেকে গিফট হিসেবে টাকা পাঠান। সেগুলো রেমিট্যান্স হবে না। আবার বিদেশ থেকে আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ড বা পুরস্কারের টাকাও রেমিট্যান্স নয়। এমনকি বিশ্বব্যাংকের পরামর্শকের চাকরি করে টাকা পাঠালে সেটাও রেমিট্যান্স হবে না।

রেমিট্যান্স বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রবাসে যাঁরা ছোটখাটো চাকরি করেন, তাঁরা রেমিট্যান্সের ঘোষণা দিয়ে ব্যাংকিং চ্যানেলে যে টাকা পাঠান সেগুলোকে সাধারণত আমরা রেমিট্যান্স বলি। এ ছাড়া বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য করে অনেকে অল্প পরিমাণ টাকা পাঠালে সেটাও রেমিট্যান্স। অর্থাৎ প্রবাসীরা ঘোষণা দিয়ে টাকা পাঠালে রেমিট্যান্স হিসেবে স্বীকৃত হবে। সেক্ষেত্রে রেমিট্যান্স ভর্তুকি প্রযোজ্য হবে।’

এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, রেমিট্যান্স হিসেবে টাকা পাঠাতে গেলে প্রথমত সোর্স অব মানি বা টাকার উৎস কী, সেটা জানাতে হয়। সেজন্য আয়ের উৎসের উল্লেখ থাকা দরকার। উদাহরণ স্বরূপ—অনেকেই দেশে থেকে ফ্রিল্যান্সিং করে মুদ্রা আয় করেন, সেগুলোও রেমিট্যান্স নয়। এগুলো সেবা রপ্তানি। একইভাবে পণ্য রপ্তানি আয়ও রেমিট্যান্স নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত