Ajker Patrika

বশেমুরবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৫০
বশেমুরবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার বশেমুরবিপ্রবি কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৬ জন অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯৬ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছ ভুক্ত ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে শেষ হলো ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত