Ajker Patrika

বিএনপি ও নাগরিক ঐক্যের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপি ও নাগরিক ঐক্যের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি এবং নাগরিক ঐক্যের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চলছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আমীর খসরু বলেন, এঁদের সবাইকে বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি দিদার আলম, নাগরিক ঐক্যের থানার সমন্বয়ক আলী হোসেন, নাগরিক ঐক্যের কর্মী মো. মেহেদী হাসান রতন, বিএনপি কর্মী সুজন, রুবেল, রবিউল, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, থানা বিএনপির সদস্যসচিবের ছোট ভাই স্বপন, বিএনপি কর্মী মীর মাসুদ, আলী, নাজমুল হুদা; রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার তৌকির আহমেদ, জাহিদ, শাহাদাত, কায়েতপাড়ার আজগর আলী, তারাবো বিশ্বরোড খালপাড় এলাকার জুয়েল মাহমুদ, যাত্রামুড়া এলাকার ইমরান খান, মর্তুজাবাদ এলাকার মোমেন মিয়া; আড়াইহাজারের নতুন বান্টি এলাকার ইকবাল, পুরিন্দা এলাকার ইছহাক; সদর থানার আলী, আযম, জুয়েল, হিমু ও সামসুল; সোনারগাঁ বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন, জামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি বাদল, জামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফারুক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব  আরিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত