হাতির অনেক আবাসস্থলই এখন মানুষের দখলে। এতে লোকালয়ে হাতি চলে আসায় বেড়েছে হাতি-মানুষ সংঘাত। এ পরিস্থিতে ভারতের আসাম রাজ্য সরকার বুনো হাতির আক্রমণে মানুষের মৃত্যু কমাতে চালু করেছে হাতি অ্যাপ নামের নতুন একটি মোবাইল অ্যাপ।
মোবাইলে হাতি অ্যাপ নামানো থাকল বুনো হাতির পাল কাছাকাছি চলে এলে সতর্ক করে দেবে। এতে হাতির পথ থেকে সরে পড়া সম্ভব হবে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
ভারতের যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি হাতির বাস সে তালিকায় আসামের অবস্থান দ্বিতীয়। এখানে হাতি-মানুষ সংঘাতে উভয়পক্ষে মৃত্যুও তাই বেশি।
সংরক্ষণবাদীরা বলছেন, আসামে হাতিরা বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার কারণ তাদের আবাসস্থল সংকুচিত হওয়া। এমনকি তাদের প্রাকৃতিক করিডর অর্থাৎ যে পথে এক বন থেকে আরেক বনে যায়, সেগুলোও দখল করে ফেলছে মানুষ।
গত মার্চ মাসে হিন্দুস্থান টাইমসের প্রকাশ করা এক সরকারি ডাটা অনুসারে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে হাতির আক্রমণে নিহত হয়েছেন এক হাজার ৭০১ জন মানুষ।
আসামে চালু করা অ্যাপটি তৈরি করেছে জীববৈচিত্র্য নিয়ে কাজ করা উত্তর-পূর্ব ভারতীয় সংস্থা ‘আরণ্যক’। এটিতে একটি ফরমও রয়েছে। এটি পূরণ করে বন্যপ্রাণীর আক্রমণে আহত ব্যক্তি বা নিহতদের আত্মীয়রা স্থানীয় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারবেন। আরণ্যক হাতি আটকানোর জন্য সৌর-চালিত বেড়ার নিয়ে একটি হ্যান্ডবুকও উন্মোচন করেছে।
বন্যপ্রাণীবিষয়ক দাতব্য সংস্থা ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচারের (ডব্লিউ ডব্লিউ এফ) দেওয়া তথ্য বলছে, বর্তমানে বিশ্বে ৫০ হাজারের কম বুনো এশীয় হাতি টিকে আছে। তাদের ধারণা ভারতের আনুমানিক পাঁচ লাখ পরিবারের খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত হয় বুনো হাতির আক্রমণে।
হাতির অনেক আবাসস্থলই এখন মানুষের দখলে। এতে লোকালয়ে হাতি চলে আসায় বেড়েছে হাতি-মানুষ সংঘাত। এ পরিস্থিতে ভারতের আসাম রাজ্য সরকার বুনো হাতির আক্রমণে মানুষের মৃত্যু কমাতে চালু করেছে হাতি অ্যাপ নামের নতুন একটি মোবাইল অ্যাপ।
মোবাইলে হাতি অ্যাপ নামানো থাকল বুনো হাতির পাল কাছাকাছি চলে এলে সতর্ক করে দেবে। এতে হাতির পথ থেকে সরে পড়া সম্ভব হবে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
ভারতের যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি হাতির বাস সে তালিকায় আসামের অবস্থান দ্বিতীয়। এখানে হাতি-মানুষ সংঘাতে উভয়পক্ষে মৃত্যুও তাই বেশি।
সংরক্ষণবাদীরা বলছেন, আসামে হাতিরা বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার কারণ তাদের আবাসস্থল সংকুচিত হওয়া। এমনকি তাদের প্রাকৃতিক করিডর অর্থাৎ যে পথে এক বন থেকে আরেক বনে যায়, সেগুলোও দখল করে ফেলছে মানুষ।
গত মার্চ মাসে হিন্দুস্থান টাইমসের প্রকাশ করা এক সরকারি ডাটা অনুসারে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে হাতির আক্রমণে নিহত হয়েছেন এক হাজার ৭০১ জন মানুষ।
আসামে চালু করা অ্যাপটি তৈরি করেছে জীববৈচিত্র্য নিয়ে কাজ করা উত্তর-পূর্ব ভারতীয় সংস্থা ‘আরণ্যক’। এটিতে একটি ফরমও রয়েছে। এটি পূরণ করে বন্যপ্রাণীর আক্রমণে আহত ব্যক্তি বা নিহতদের আত্মীয়রা স্থানীয় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারবেন। আরণ্যক হাতি আটকানোর জন্য সৌর-চালিত বেড়ার নিয়ে একটি হ্যান্ডবুকও উন্মোচন করেছে।
বন্যপ্রাণীবিষয়ক দাতব্য সংস্থা ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচারের (ডব্লিউ ডব্লিউ এফ) দেওয়া তথ্য বলছে, বর্তমানে বিশ্বে ৫০ হাজারের কম বুনো এশীয় হাতি টিকে আছে। তাদের ধারণা ভারতের আনুমানিক পাঁচ লাখ পরিবারের খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত হয় বুনো হাতির আক্রমণে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৮ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১৮ দিন আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৯ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১৯ দিন আগে