অনলাইন ডেস্ক
দক্ষিণ ফিলিপাইনের উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
আজ শনিবার সকালের দিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০১ কিলোমিটার গভীরে, যা দাভাও অক্সিডেন্টাল প্রদেশ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে।
সারংগানি দ্বীপের একজন প্রাদেশিক উদ্ধারকর্মী মারলাভিন ফুয়েন্তেস এএফপিকে জানান, কম্পন খুব বেশি শক্তিশালী ছিল না, তবে অফিসের টেবিল এবং কম্পিউটার প্রায় পাঁচ সেকেন্ড ধরে কেঁপেছিল।
এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। এই অঞ্চল জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত একটি তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা।
এর আগে গত ২৪ জুন দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এই সময়ও সুনামি সতর্কতা জারি করা হয়নি। সেদিনের ভূমিকম্পটি দাভাও দ্বীপের প্রায় ৩৭৪ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছিল।
এএফপি জানিয়েছে, গত সপ্তাহ থেকে জাপানের দক্ষিণাঞ্চলে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ৪৭০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। জাপানের ৭ পয়েন্ট ভূমিকম্প তীব্রতা স্কেলে অন্তত এক মাত্রার এই ভূমিকম্পগুলোর কারণে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এই মাত্রার ভূমিকম্প সাধারণত শান্তভাবে বসে থাকা মানুষও সাধারণত টের পান না।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্প বেড়েছে। যেহেতু এই অঞ্চলে অতীতে দীর্ঘ সময় ধরে ভূমিকম্প দেখা গেছে, তাই শক্তিশালী কম্পনের কারণ হতে পারে এমন ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণ ফিলিপাইনের মতো জাপানও বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর পশ্চিমাঞ্চলে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত।
দক্ষিণ ফিলিপাইনের উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
আজ শনিবার সকালের দিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০১ কিলোমিটার গভীরে, যা দাভাও অক্সিডেন্টাল প্রদেশ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে।
সারংগানি দ্বীপের একজন প্রাদেশিক উদ্ধারকর্মী মারলাভিন ফুয়েন্তেস এএফপিকে জানান, কম্পন খুব বেশি শক্তিশালী ছিল না, তবে অফিসের টেবিল এবং কম্পিউটার প্রায় পাঁচ সেকেন্ড ধরে কেঁপেছিল।
এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। এই অঞ্চল জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত একটি তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা।
এর আগে গত ২৪ জুন দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এই সময়ও সুনামি সতর্কতা জারি করা হয়নি। সেদিনের ভূমিকম্পটি দাভাও দ্বীপের প্রায় ৩৭৪ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছিল।
এএফপি জানিয়েছে, গত সপ্তাহ থেকে জাপানের দক্ষিণাঞ্চলে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ৪৭০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। জাপানের ৭ পয়েন্ট ভূমিকম্প তীব্রতা স্কেলে অন্তত এক মাত্রার এই ভূমিকম্পগুলোর কারণে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এই মাত্রার ভূমিকম্প সাধারণত শান্তভাবে বসে থাকা মানুষও সাধারণত টের পান না।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্প বেড়েছে। যেহেতু এই অঞ্চলে অতীতে দীর্ঘ সময় ধরে ভূমিকম্প দেখা গেছে, তাই শক্তিশালী কম্পনের কারণ হতে পারে এমন ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণ ফিলিপাইনের মতো জাপানও বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর পশ্চিমাঞ্চলে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৮ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১৮ দিন আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৯ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১৯ দিন আগে