নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় সকালে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ধসের শঙ্কা রয়েছে।
আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের তথ্য অনুসারে সকালে চট্টগ্রামে ১৭ মিলিমিটার, সীতাকুণ্ডে ২০ মিলিমিটার, সন্দ্বীপে ২৭ মিলিমিটার, নোয়াখালীর মাইজদীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া খুলনার মোংলায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ এসএম কামরুল হাসান আজকের পত্রিকাকে জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থান করছে। মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন (৭২ ঘণ্টা) সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দর সমূহে তিন নম্বর সতর্ক সংকেত ও নদী বন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় সকালে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ধসের শঙ্কা রয়েছে।
আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের তথ্য অনুসারে সকালে চট্টগ্রামে ১৭ মিলিমিটার, সীতাকুণ্ডে ২০ মিলিমিটার, সন্দ্বীপে ২৭ মিলিমিটার, নোয়াখালীর মাইজদীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া খুলনার মোংলায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ এসএম কামরুল হাসান আজকের পত্রিকাকে জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থান করছে। মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন (৭২ ঘণ্টা) সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দর সমূহে তিন নম্বর সতর্ক সংকেত ও নদী বন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১২ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১২ আগস্ট ২০২৫আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১১ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১১ আগস্ট ২০২৫