অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ক্রমেই ঊর্ধ্বগামী হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার পারদ। নাসার বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিগত কয়েক হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস হতে চলেছে চলতি জুলাই। তবে নতুন গবেষণা বলছে, হাজার বছর নয় বরং লাখ বছর আগের রেকর্ডও ভেঙে ফেলেছে। নতুন গবেষণা বলছে, চলতি বছরের তাপমাত্রা ১ লাখ ২০ হাজার বছর আগের রেকর্ড ভেঙে ফেলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে—চলতি জুলাইয়ের তাপমাত্রা এরই মধ্যে প্রাক-শিল্পযুগের তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এরই সূত্র ধরে ডব্লিউএমও জানিয়েছে, চলতি জুলাইয়ের প্রথম তিন সপ্তাহ অতীতের যেকোনো বছরের চেয়ে উষ্ণতম সময় ছিল।
জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলাফলকে আমলে নিয়ে বর্তমান তাপমাত্রা নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞানী মাইকেল ম্যান বলেন, ‘এটি এখন নিশ্চিত যে, চলতি জুলাই ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করতে যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘যদি একই হারে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হতে থাকে তবে বিশ্ব আরও উষ্ণ হতেই থাকবে।’
সাধারণত, বিশ্বের দক্ষিণ গোলার্ধে জুলাই মাসের গড় তাপমাত্রা থাকে ১৬ ডিগ্রি ফারেনহাইট। যা এমনি স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙে দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
এই বিষয়টি আমলে নিয়ে জার্মানির লিপজিগের জলবায়ু বিজ্ঞানী কার্স্টেন হাউস্টেইন বলেন, ‘অধিকন্তু, আমাদের গ্রহের বর্তমান তাপমাত্রা বৃদ্ধির ট্র্যাক রেকর্ড খুঁজে পেতে আমাদের কেবল শত বা হাজার বছর নয় বরং লাখ বছর পিছিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় যেমন—বরফের গাঠনিক কেন্দ্র কিংবা গাছের বলয়ের মতো বিষয় পরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি যে, বিগত ১ লাখ ২০ হাজার বছরের মধ্যে পৃথিবী এত উষ্ণ কখনো ছিল না।’
হাউস্টেইনের বিশ্লেষণ প্রাথমিক তাপমাত্রার ডেটা এবং আবহাওয়ার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেই মডেলে লাখ বছর আগে থেকে শুরু করে এ মাসের শেষ পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। গবেষণাটির বিষয়ে ব্রিটেনের লিডস ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী পিয়ার্স ফরস্টার বলেন, ‘সমুদ্র এবং ভূমিতে তাপমাত্রা পরিমাপের সমন্বয়ে বেশ কয়েকটি স্বাধীন ডেটা সেটের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হয়েছে। এটি পরিসংখ্যানগতভাবে শক্তিশালী।’
অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ক্রমেই ঊর্ধ্বগামী হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার পারদ। নাসার বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিগত কয়েক হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস হতে চলেছে চলতি জুলাই। তবে নতুন গবেষণা বলছে, হাজার বছর নয় বরং লাখ বছর আগের রেকর্ডও ভেঙে ফেলেছে। নতুন গবেষণা বলছে, চলতি বছরের তাপমাত্রা ১ লাখ ২০ হাজার বছর আগের রেকর্ড ভেঙে ফেলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে—চলতি জুলাইয়ের তাপমাত্রা এরই মধ্যে প্রাক-শিল্পযুগের তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এরই সূত্র ধরে ডব্লিউএমও জানিয়েছে, চলতি জুলাইয়ের প্রথম তিন সপ্তাহ অতীতের যেকোনো বছরের চেয়ে উষ্ণতম সময় ছিল।
জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলাফলকে আমলে নিয়ে বর্তমান তাপমাত্রা নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞানী মাইকেল ম্যান বলেন, ‘এটি এখন নিশ্চিত যে, চলতি জুলাই ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করতে যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘যদি একই হারে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হতে থাকে তবে বিশ্ব আরও উষ্ণ হতেই থাকবে।’
সাধারণত, বিশ্বের দক্ষিণ গোলার্ধে জুলাই মাসের গড় তাপমাত্রা থাকে ১৬ ডিগ্রি ফারেনহাইট। যা এমনি স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙে দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
এই বিষয়টি আমলে নিয়ে জার্মানির লিপজিগের জলবায়ু বিজ্ঞানী কার্স্টেন হাউস্টেইন বলেন, ‘অধিকন্তু, আমাদের গ্রহের বর্তমান তাপমাত্রা বৃদ্ধির ট্র্যাক রেকর্ড খুঁজে পেতে আমাদের কেবল শত বা হাজার বছর নয় বরং লাখ বছর পিছিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় যেমন—বরফের গাঠনিক কেন্দ্র কিংবা গাছের বলয়ের মতো বিষয় পরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি যে, বিগত ১ লাখ ২০ হাজার বছরের মধ্যে পৃথিবী এত উষ্ণ কখনো ছিল না।’
হাউস্টেইনের বিশ্লেষণ প্রাথমিক তাপমাত্রার ডেটা এবং আবহাওয়ার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেই মডেলে লাখ বছর আগে থেকে শুরু করে এ মাসের শেষ পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। গবেষণাটির বিষয়ে ব্রিটেনের লিডস ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী পিয়ার্স ফরস্টার বলেন, ‘সমুদ্র এবং ভূমিতে তাপমাত্রা পরিমাপের সমন্বয়ে বেশ কয়েকটি স্বাধীন ডেটা সেটের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হয়েছে। এটি পরিসংখ্যানগতভাবে শক্তিশালী।’
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১২ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১২ আগস্ট ২০২৫আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১১ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১১ আগস্ট ২০২৫