Ajker Patrika

ঢাকায় তিন দিনে ১২৬ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২২: ৪৮
ঢাকায় তিন দিনে ১২৬ মিলিমিটার বৃষ্টি

মৌসুমি বায়ু ও লঘুচাপের মিলিত প্রভাবে গত বুধবার সকাল থেকেই (৪ অক্টোবর) রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও বৃষ্টিপাত অব্যাহত আছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় পানি জমে যায়। এতে দেখা দেয় তীব্র যানজট। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ৭২ ঘণ্টায় ঢাকায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতেও টানা বর্ষণ চলছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার। যা দেশের ইতিহাসে অক্টোবরে মাসে রেকর্ড হওয়া বৃষ্টির দিক থেকে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ১৯৭১ সালের ২ অক্টোবর ময়মনসিংহে বৃষ্টি হয়েছিল ৩৮১ মিলিমিটার। 

এ ছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, নিকলী, নেত্রকোনা, কুমারখালিতে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল শনিবার থেকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি থাকবে। বৃষ্টিপাত কমলেও তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বাড়বে না।’ 

বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রর তথ্য বলছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া তিস্তা ব্যতীত, দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান উপ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। কুশিয়ারা ব্যতীত, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা, ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কতিপয় পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। তিস্তা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত