নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে তাপপ্রবাহ অন্তত আরও দুই দিন থাকবে। নিম্নচাপ কেটে গেলে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামীকাল সোমবার গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা।
শীত মৌসুম বিদায়ের সঙ্গে সঙ্গে তীব্রতা নিয়ে হাজির হয়েছে গরম। চৈত্রের শুরুতেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে শুরু করে দেশের বড় অঞ্চলজুড়ে।
তাপপ্রবাহের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সাগরের যে নিম্নচাপটি রয়েছে, সেটি একটি ছোট সাইক্লোনে রূপ নেবে। যদিও সাইক্লোনটি মিয়ানমারের দিকে যাবে। এর ফলে কক্সবাজারে বৃষ্টি হতে পারে। এরপর থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আজ রোববার সারা দিন রাঙামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। তবে আগামীকাল বা পরশু থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে তাপপ্রবাহ অন্তত আরও দুই দিন থাকবে। নিম্নচাপ কেটে গেলে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামীকাল সোমবার গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা।
শীত মৌসুম বিদায়ের সঙ্গে সঙ্গে তীব্রতা নিয়ে হাজির হয়েছে গরম। চৈত্রের শুরুতেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে শুরু করে দেশের বড় অঞ্চলজুড়ে।
তাপপ্রবাহের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সাগরের যে নিম্নচাপটি রয়েছে, সেটি একটি ছোট সাইক্লোনে রূপ নেবে। যদিও সাইক্লোনটি মিয়ানমারের দিকে যাবে। এর ফলে কক্সবাজারে বৃষ্টি হতে পারে। এরপর থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আজ রোববার সারা দিন রাঙামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। তবে আগামীকাল বা পরশু থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৯ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১৯ দিন আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২০ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
২০ দিন আগে