প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল মাছ। আনুমানিক ওজন চার শ কেজি।
গত মঙ্গলবার (২০ জুলাই) উপজেলার শেখেরখীল ইউনিয়নের এফবি শাহ্ জাব্বারিয়া ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে জাল পাতে। ওই ট্রলারের জেলে ফরিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। ফরিদ মাঝি স্থানীয় শেখেরখিল এলাকার বাসিন্দা বলে জানা যায়।
আজ শনিবার সাগর থেকে ফিরে উপজেলা শেখেরখীল ইউনিয়নের সরকার বাজারে রাত ৮টার দিকে ট্রলার থেকে মাছটি নামানো হয়। স্থানীয় জেলেরা জানান, খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের সরকার বাজারে মাছটি একনজর দেখতে লোকজন ভিড় জমায়। কেউ বলছে এটি হাঙ্গর, কেউ বলছে তিমি। তবে কোনো মাঝিমাল্লাই মাছটির নাম বলতে পারেননি।
ফরিদ মাঝি আজকের পত্রিকাকে বলেন, আমরা নিয়মিত বঙ্গোপসাগরে জাল ফেলি। প্রতিদিনের মতো সময় হলে জাল টানা শুরু করি। সেদিন জাল টেনে আনতেই দেখা গেল বিরাট আকারের একটি মাছ। মৃত অবস্থায় মাছটিকে আমাদের ঘাটে নিয়ে আসি।
মাছটির প্রজাতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়া আজকের পত্রিকাকে জানান, এটি আসলে তিমি হাঙ্গর। বৈজ্ঞানিক নাম রাইনকডন টাইপাস। এ জাতীয় মাছ বিরল। বিশেষ করে বঙ্গোসাগরে এই প্রজাতির মাছ খুব কমই পাওয়া যায়।
বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল মাছ। আনুমানিক ওজন চার শ কেজি।
গত মঙ্গলবার (২০ জুলাই) উপজেলার শেখেরখীল ইউনিয়নের এফবি শাহ্ জাব্বারিয়া ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে জাল পাতে। ওই ট্রলারের জেলে ফরিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। ফরিদ মাঝি স্থানীয় শেখেরখিল এলাকার বাসিন্দা বলে জানা যায়।
আজ শনিবার সাগর থেকে ফিরে উপজেলা শেখেরখীল ইউনিয়নের সরকার বাজারে রাত ৮টার দিকে ট্রলার থেকে মাছটি নামানো হয়। স্থানীয় জেলেরা জানান, খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের সরকার বাজারে মাছটি একনজর দেখতে লোকজন ভিড় জমায়। কেউ বলছে এটি হাঙ্গর, কেউ বলছে তিমি। তবে কোনো মাঝিমাল্লাই মাছটির নাম বলতে পারেননি।
ফরিদ মাঝি আজকের পত্রিকাকে বলেন, আমরা নিয়মিত বঙ্গোপসাগরে জাল ফেলি। প্রতিদিনের মতো সময় হলে জাল টানা শুরু করি। সেদিন জাল টেনে আনতেই দেখা গেল বিরাট আকারের একটি মাছ। মৃত অবস্থায় মাছটিকে আমাদের ঘাটে নিয়ে আসি।
মাছটির প্রজাতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়া আজকের পত্রিকাকে জানান, এটি আসলে তিমি হাঙ্গর। বৈজ্ঞানিক নাম রাইনকডন টাইপাস। এ জাতীয় মাছ বিরল। বিশেষ করে বঙ্গোসাগরে এই প্রজাতির মাছ খুব কমই পাওয়া যায়।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১২ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১২ আগস্ট ২০২৫আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১১ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১১ আগস্ট ২০২৫