ঢাকা: কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার লাইটনে গত রোববার (২৭ জুন) ৮৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানেই চলছে তীব্র দাবদাহ। যুক্তরাষ্ট্রের ওয়াগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে রোববার তাপমাত্রা রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
শুধু লাইটন শহর নয়, ব্রিটিশ কলম্বিয়ার ৪০ টিরও বেশি এলাকায় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। এনভায়রনমেন্ট কানাডার বরাত দিয়ে কানাডার গণমাধ্যমে আরটিই এ তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) ওয়াশিংটন ও ওয়াগন অঙ্গরাজ্যের প্রায় সব এলাকায় এবং ক্যালিফোর্নিয়া ও ইডাহোর অংশবিশেষে 'বিপজ্জনক তাপ তরঙ্গ' তাপপ্রবাহের আশঙ্কা জানিয়েছে। তীব্র তাপপ্রবাহ এই সপ্তাহে অব্যাহত থাকতে পারে বলে কানাডা ও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেশ দুটির নাগরিকদের সতর্ক করা হয়েছে।
পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবারি টুইট বার্তায় লিখেন, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখা গেল। তীব্র দাবদাহ শুরু হয়ে গেল। আমরা পরিবেশকে না রক্ষা করলে পরিবেশ নিজেই নিজেকে রক্ষা করবে।
এ প্রসঙ্গে এনভায়রনমেন্ট কানাডার সিনিয়র ক্লাইমেটোলজিস্ট ডেভিড ফিলিপস বিবিসিকে বলেন, রেকর্ড ভাঙা আমার পছন্দ। কিন্তু এবার আগের সব রেকর্ডকে একেবারে চূর্ণবিচূর্ণ করে ফেলল। পশ্চিম কানাডার কিছু এলাকার তাপমাত্রা এখন দুবাইয়ের চেয়ে বেশি। গরমের কারণে লেক ও সুইমিং পুলে ধারণক্ষমতার সর্বোচ্চ সংখ্যক লোক যাতায়াত করছেন।
গরম বেড়ে যাওয়ায় এয়ার কন্ডিশনার ও ফ্যান কেনার জন্য ছুটছে মানুষ। যুক্তরাষ্ট্রে কিছু কুলিং সেন্টারও স্থাপন করা হয়েছে। গরমের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, বার, রেস্তোরাঁ, এমনকি একটি সুইমিং পুলও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
ঢাকা: কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার লাইটনে গত রোববার (২৭ জুন) ৮৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানেই চলছে তীব্র দাবদাহ। যুক্তরাষ্ট্রের ওয়াগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে রোববার তাপমাত্রা রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
শুধু লাইটন শহর নয়, ব্রিটিশ কলম্বিয়ার ৪০ টিরও বেশি এলাকায় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। এনভায়রনমেন্ট কানাডার বরাত দিয়ে কানাডার গণমাধ্যমে আরটিই এ তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) ওয়াশিংটন ও ওয়াগন অঙ্গরাজ্যের প্রায় সব এলাকায় এবং ক্যালিফোর্নিয়া ও ইডাহোর অংশবিশেষে 'বিপজ্জনক তাপ তরঙ্গ' তাপপ্রবাহের আশঙ্কা জানিয়েছে। তীব্র তাপপ্রবাহ এই সপ্তাহে অব্যাহত থাকতে পারে বলে কানাডা ও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেশ দুটির নাগরিকদের সতর্ক করা হয়েছে।
পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবারি টুইট বার্তায় লিখেন, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখা গেল। তীব্র দাবদাহ শুরু হয়ে গেল। আমরা পরিবেশকে না রক্ষা করলে পরিবেশ নিজেই নিজেকে রক্ষা করবে।
এ প্রসঙ্গে এনভায়রনমেন্ট কানাডার সিনিয়র ক্লাইমেটোলজিস্ট ডেভিড ফিলিপস বিবিসিকে বলেন, রেকর্ড ভাঙা আমার পছন্দ। কিন্তু এবার আগের সব রেকর্ডকে একেবারে চূর্ণবিচূর্ণ করে ফেলল। পশ্চিম কানাডার কিছু এলাকার তাপমাত্রা এখন দুবাইয়ের চেয়ে বেশি। গরমের কারণে লেক ও সুইমিং পুলে ধারণক্ষমতার সর্বোচ্চ সংখ্যক লোক যাতায়াত করছেন।
গরম বেড়ে যাওয়ায় এয়ার কন্ডিশনার ও ফ্যান কেনার জন্য ছুটছে মানুষ। যুক্তরাষ্ট্রে কিছু কুলিং সেন্টারও স্থাপন করা হয়েছে। গরমের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, বার, রেস্তোরাঁ, এমনকি একটি সুইমিং পুলও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১২ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১২ আগস্ট ২০২৫আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১১ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১১ আগস্ট ২০২৫