হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট থেকে একটি মায়া হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন গ্রামবাসী।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাটাবিল এলাকা থেকে হরিণটি উদ্ধার করেন গ্রামবাসী। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক হরিণটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থতার কারণে উঠে দাঁড়াতে পারছে না।
স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী আব্দুর রাজ্জাক রাজু জানান, একটি মায়া হরিণ সকালে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে। কয়েকজন লোক হরিণটিকে ধরার জন্য ধাওয়া দিলে সেটি দৌড়ে গিয়ে চেগানগর মসজিদের পুকুরে পড়ে যায়। এ সময় সৌদিপ্রবাসী মাখন মিয়া এবং তাঁর স্ত্রী স্কুলশিক্ষিকা ফজলুন নেহার ডলি হরিণটি উদ্ধার করে তাঁদের বাড়িতে নিয়ে রাখেন।
বিষয়টি চুনারুঘাট বন বিভাগকে জানালে তাঁরা এসে হরিণ নিয়ে যান।
এ বিষয়ে সাতছড়ি বিট কর্মকর্তা মাজহরুল ইসলাম বলেন, ‘এটি একটি প্রাপ্তবয়স্ক হরিণ। বয়স ৭-৮ বছর হতে পারে। হরিণটি দৌড়ানোর সময় মুখে ও পায়ে আঘাত পেয়েছে। চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বনে অবমুক্ত করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘বন্যপ্রাণীটি যারা রক্ষা করেছেন তাঁদের ধন্যবাদ জানাই। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত হরিণটি অবমুক্ত করা হবে।’
হবিগঞ্জের চুনারুঘাট থেকে একটি মায়া হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন গ্রামবাসী।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাটাবিল এলাকা থেকে হরিণটি উদ্ধার করেন গ্রামবাসী। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক হরিণটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থতার কারণে উঠে দাঁড়াতে পারছে না।
স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী আব্দুর রাজ্জাক রাজু জানান, একটি মায়া হরিণ সকালে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে। কয়েকজন লোক হরিণটিকে ধরার জন্য ধাওয়া দিলে সেটি দৌড়ে গিয়ে চেগানগর মসজিদের পুকুরে পড়ে যায়। এ সময় সৌদিপ্রবাসী মাখন মিয়া এবং তাঁর স্ত্রী স্কুলশিক্ষিকা ফজলুন নেহার ডলি হরিণটি উদ্ধার করে তাঁদের বাড়িতে নিয়ে রাখেন।
বিষয়টি চুনারুঘাট বন বিভাগকে জানালে তাঁরা এসে হরিণ নিয়ে যান।
এ বিষয়ে সাতছড়ি বিট কর্মকর্তা মাজহরুল ইসলাম বলেন, ‘এটি একটি প্রাপ্তবয়স্ক হরিণ। বয়স ৭-৮ বছর হতে পারে। হরিণটি দৌড়ানোর সময় মুখে ও পায়ে আঘাত পেয়েছে। চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বনে অবমুক্ত করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘বন্যপ্রাণীটি যারা রক্ষা করেছেন তাঁদের ধন্যবাদ জানাই। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত হরিণটি অবমুক্ত করা হবে।’
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১২ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১২ আগস্ট ২০২৫আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১১ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১১ আগস্ট ২০২৫