নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও নেপালের পর্যটনকে শক্তিশালী করতে ‘সেলস মিশন ইন বাংলাদেশ’ শিরোনামে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী প্রোগ্রাম চলছে। নেপাল ট্যুরিজম বোর্ড (এনটিবি) ও নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টের (এনএটিটিএ) পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী এই প্রোগ্রাম চলছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পর্যটনকে আরও এগিয়ে নিতেই এই আয়োজন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে এই আয়োজন শুরু হয়। যা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রোগ্রাম আয়োজনে বাংলাদেশ টুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন ঘনিষ্ঠভাবে কাজ করছে। অনুষ্ঠানে দুই দেশের আন্তপর্যটন খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের পর্যটন খাতের সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় উঠে আসে ভবিষ্যৎ পর্যটনের সমস্যা ও সম্ভাবনা। আলোচনায় স্থান পায় মানুষের কাছে পর্যটনকে আরও জনপ্রিয় করতে বিদ্যমান বাধাগুলো দূর করার নানাবিধ উপায়। আলোচনায় উভয় পক্ষই পর্যটন সংগঠন, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট ও অন্যদের সঙ্গে নিয়ে পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেন, ‘পর্যটনের কোনো সীমারেখা নেই। তাই আমাদের নিত্যনতুন আরও বেশি বেশি পর্যটনের খাত বের করা উচিত। এক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
টোয়াবের সাবেক সভাপতি ফরিদুল হক বলেন, ‘বিশ্বায়নের এই সময়ে ক্রস বর্ডার ও রিজিওনাল ট্যুরিজম অন্য উচ্চতায় উঠে গেছে। তাই আমাদের নিত্যনতুন ক্ষেত্র খুঁজে বের করা উচিত। এক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ক্রীড়নকের ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ নেপাল দূতাবাসের কাউন্সিলর ডেপুটি চিফ অব মিশন কুমার রায়, সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ, বিডি ইনবাউন্ডের প্রেসিডেন্ট রেজাউল ইকরাম, পিএটিএ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদ, ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ মাহবুবুল ইসলাম বাবলু, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, নেপাল ট্যুরিজম বোর্ডের অনারারি পাবলিক রিলেশন রিপ্রেজেনটেটিভ মো: তাসলিম আমিন (শোভন) ও নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টসের সভাপতি আচিয়ত গুরগেইন প্রমুখ।
বাংলাদেশ ও নেপালের পর্যটনকে শক্তিশালী করতে ‘সেলস মিশন ইন বাংলাদেশ’ শিরোনামে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী প্রোগ্রাম চলছে। নেপাল ট্যুরিজম বোর্ড (এনটিবি) ও নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টের (এনএটিটিএ) পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী এই প্রোগ্রাম চলছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পর্যটনকে আরও এগিয়ে নিতেই এই আয়োজন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে এই আয়োজন শুরু হয়। যা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রোগ্রাম আয়োজনে বাংলাদেশ টুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন ঘনিষ্ঠভাবে কাজ করছে। অনুষ্ঠানে দুই দেশের আন্তপর্যটন খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের পর্যটন খাতের সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় উঠে আসে ভবিষ্যৎ পর্যটনের সমস্যা ও সম্ভাবনা। আলোচনায় স্থান পায় মানুষের কাছে পর্যটনকে আরও জনপ্রিয় করতে বিদ্যমান বাধাগুলো দূর করার নানাবিধ উপায়। আলোচনায় উভয় পক্ষই পর্যটন সংগঠন, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট ও অন্যদের সঙ্গে নিয়ে পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেন, ‘পর্যটনের কোনো সীমারেখা নেই। তাই আমাদের নিত্যনতুন আরও বেশি বেশি পর্যটনের খাত বের করা উচিত। এক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
টোয়াবের সাবেক সভাপতি ফরিদুল হক বলেন, ‘বিশ্বায়নের এই সময়ে ক্রস বর্ডার ও রিজিওনাল ট্যুরিজম অন্য উচ্চতায় উঠে গেছে। তাই আমাদের নিত্যনতুন ক্ষেত্র খুঁজে বের করা উচিত। এক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ক্রীড়নকের ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ নেপাল দূতাবাসের কাউন্সিলর ডেপুটি চিফ অব মিশন কুমার রায়, সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ, বিডি ইনবাউন্ডের প্রেসিডেন্ট রেজাউল ইকরাম, পিএটিএ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদ, ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ মাহবুবুল ইসলাম বাবলু, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, নেপাল ট্যুরিজম বোর্ডের অনারারি পাবলিক রিলেশন রিপ্রেজেনটেটিভ মো: তাসলিম আমিন (শোভন) ও নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টসের সভাপতি আচিয়ত গুরগেইন প্রমুখ।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১২ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১২ আগস্ট ২০২৫আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১১ আগস্ট ২০২৫বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১১ আগস্ট ২০২৫