বিয়ে করলেন অভিনেতা জোভান
গতকাল শুক্রবার রাতে সবাইকে চমকে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে দিলেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’। ছবিতে দেখা যায় একটি মেয়ের হাত উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ।