Ajker Patrika

প্রচারে আসছে ১৬ বছর আগের ইত্যাদি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২১: ৩৪
সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের সঙ্গে হানিফ সংকেত। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের সঙ্গে হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

তিন যুগ ধরে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব। দেখা যাবে ১ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদির এই পর্বে রয়েছে সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের গান। বর্ষাকাল নিয়ে ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে একটি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তার এবং ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষ্মণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ওপর রয়েছে চমৎকার দুটি প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন; যিনি জীবনের অর্ধেক সময় এই নিদর্শন সংগ্রহের পেছনে ব্যয় করেছেন।

ইত্যাদি অনুষ্ঠানে সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর। ছবি: সংগৃহীত
ইত্যাদি অনুষ্ঠানে সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর। ছবি: সংগৃহীত

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগনে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত