টিভি নাটকে রাফিয়াথ রশিদ মিথিলার ক্যারিয়ার দীর্ঘদিনের। এ বছরই প্রথম চলচ্চিত্রে নাম লেখান তিনি। অনন্য মামুনের পরিচালনায় নিরবের নায়িকা হয়ে শুরু করেন ‘অমানুষ’ ছবি। শুটিং শেষ করে গত ৩০ জুন মেয়েকে নিয়ে চলে যান কলকাতায়।
সেখানে যাওয়ার কিছুদিন পর পাওয়া যায় টালিউডে মিথিলার প্রথম অভিনয়ের খবর। রাজর্ষি দে-র পরিচালনায় ‘মায়া’ ছবি দিয়ে কলকাতায় কাজ শুরু করেন মিথিলা। তবে কেবল ‘মায়া’য় আটকে থাকেননি তিনি। পরপর করেছেন আরও দুটি ছবি। রিঙ্গো পরিচালিত ‘আ রিভার ইন হ্যাভেন’ ও অরুনাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ছবিগুলো শেষ করে মিথিলা ফিরেছেন ঢাকায়।
দেশে ফিরেই তিনি শুরু করেন অরুণ চৌধুরীর সরকারি অনুদানের ছবি ‘জলে জ্বলে তারা’ র কাজ। এতে তাঁর নায়ক এফ এস নাঈম। এ পাঁচটি ছবির কাজ শেষ করে মিথিলা আবার ফিরেছেন তাঁর চেনা জায়গা টিভি নাটকে।
৫ ও ৬ নভেম্বর রাজধানীর উত্তরায় ‘সিনিয়র’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। প্রীতি দত্তের লেখা ও পরিচালনায় এ নাটকে তাঁর সহশিল্পী খায়রুল বাসার।
নির্মাতা জানিয়েছেন, নাটকটিতে মিথিলা অভিনয় করেছেন ডেন্টিস্টের চরিত্রে। তাঁর প্রেমে পড়েন পাঁচ বছরের ছোট খায়রুল বাসার। প্রতিদিন রাস্তায় মিথিলার জন্য অপেক্ষা করেন। তবে বিষয়টিকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না মিথিলা। নির্মাতা প্রীতি দত্ত জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মিথিলা-খায়রুল বাসার অভিনীত নাটক ‘সিনিয়র’।
মিথিলা জানিয়েছেন, নভেম্বর মাসে এটিই তাঁর শেষ কাজ। আগামী সপ্তাহে তিনি যাবেন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। ফিরবেন চলতি মাসের শেষে। এরপর ডিসেম্বরে যাবেন শ্বশুরবাড়ি কলকাতায়।
টিভি নাটকে রাফিয়াথ রশিদ মিথিলার ক্যারিয়ার দীর্ঘদিনের। এ বছরই প্রথম চলচ্চিত্রে নাম লেখান তিনি। অনন্য মামুনের পরিচালনায় নিরবের নায়িকা হয়ে শুরু করেন ‘অমানুষ’ ছবি। শুটিং শেষ করে গত ৩০ জুন মেয়েকে নিয়ে চলে যান কলকাতায়।
সেখানে যাওয়ার কিছুদিন পর পাওয়া যায় টালিউডে মিথিলার প্রথম অভিনয়ের খবর। রাজর্ষি দে-র পরিচালনায় ‘মায়া’ ছবি দিয়ে কলকাতায় কাজ শুরু করেন মিথিলা। তবে কেবল ‘মায়া’য় আটকে থাকেননি তিনি। পরপর করেছেন আরও দুটি ছবি। রিঙ্গো পরিচালিত ‘আ রিভার ইন হ্যাভেন’ ও অরুনাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ছবিগুলো শেষ করে মিথিলা ফিরেছেন ঢাকায়।
দেশে ফিরেই তিনি শুরু করেন অরুণ চৌধুরীর সরকারি অনুদানের ছবি ‘জলে জ্বলে তারা’ র কাজ। এতে তাঁর নায়ক এফ এস নাঈম। এ পাঁচটি ছবির কাজ শেষ করে মিথিলা আবার ফিরেছেন তাঁর চেনা জায়গা টিভি নাটকে।
৫ ও ৬ নভেম্বর রাজধানীর উত্তরায় ‘সিনিয়র’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। প্রীতি দত্তের লেখা ও পরিচালনায় এ নাটকে তাঁর সহশিল্পী খায়রুল বাসার।
নির্মাতা জানিয়েছেন, নাটকটিতে মিথিলা অভিনয় করেছেন ডেন্টিস্টের চরিত্রে। তাঁর প্রেমে পড়েন পাঁচ বছরের ছোট খায়রুল বাসার। প্রতিদিন রাস্তায় মিথিলার জন্য অপেক্ষা করেন। তবে বিষয়টিকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না মিথিলা। নির্মাতা প্রীতি দত্ত জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মিথিলা-খায়রুল বাসার অভিনীত নাটক ‘সিনিয়র’।
মিথিলা জানিয়েছেন, নভেম্বর মাসে এটিই তাঁর শেষ কাজ। আগামী সপ্তাহে তিনি যাবেন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। ফিরবেন চলতি মাসের শেষে। এরপর ডিসেম্বরে যাবেন শ্বশুরবাড়ি কলকাতায়।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫