মে দিবসের আয়োজন
বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
আরণ্যক এবারের মে দিবসের আয়োজন সাজিয়েছে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটক দিয়ে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ‘ল’ইন্টারন্যাশনাল’ গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর থাকছে মে দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে থাকবেন নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।
প্রথম পর্বের আয়োজনে অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। রচনা খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এদিকে মে দিবস উপলক্ষে বিটিভিতে দেখা যাবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন জামিউর রহমান।
বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত জন হেনরী নাটকে একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবনসংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
বাংলাভিশনে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে মে দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। প্রযোজক রফিকুল ইসলাম ফারুকির নির্মাণে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
আরণ্যক এবারের মে দিবসের আয়োজন সাজিয়েছে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটক দিয়ে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ‘ল’ইন্টারন্যাশনাল’ গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর থাকছে মে দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে থাকবেন নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।
প্রথম পর্বের আয়োজনে অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। রচনা খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এদিকে মে দিবস উপলক্ষে বিটিভিতে দেখা যাবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন জামিউর রহমান।
বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত জন হেনরী নাটকে একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবনসংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
বাংলাভিশনে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে মে দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। প্রযোজক রফিকুল ইসলাম ফারুকির নির্মাণে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে