রোজার ঈদ শেষে ঈদুল আজহার আমেজ শুরু হয়ে গেছে নাটক পাড়ায়। ছোট পর্দার তারকারা ব্যস্তসময় পার করছেন শুটিংয়ে। সম্প্রতি শেষ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ভাইব’এর শুটিং। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন যাহের আলভী ও ইফফাত আরা তিথি।
‘ভাইব’ নাটক নিয়ে অভিনেতা যাহের আলভী বলেন, ‘আমি চেষ্টা করেছি ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার। এখন দর্শকদের বুঝে নাটককে কাজ করার চেষ্টা করি। কারণ দিন শেষে আমি দর্শকদের। তারাই আমার কাজ দেখে, আলোচনা-সমালোচনা করেন। আশা করব দর্শক ‘ভাইব’ দেখে আলাদা একটা ভাইব পাবে।’
অভিনেত্রী ইফফাত আরা তিথির ভাষ্যমতে, ‘দর্শক পিউর বিনোদন পাবে ‘ভাইব’ নাটকে। ট্রেন্ডি ঘরানার বেশ জমজমাট গল্পের একটা নাটক। রয়েছে নানা সাসপেন্সও। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’
নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সানজিদ খান প্রিন্স। তিনি বলেন ‘আলভী তিথীসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যেমন তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা খাটিয়েছেন তেমনি আমরাও সর্বোচ্চ টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট রাখার চেষ্টা করেছি।’
নাটকটি আগামী ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে যুক্ত হবে বলে নির্মাতা জানান। দয়াল সাহা’র রচনায় এই নাটকে আরও অভিনয় করেছেন–রকি খান, আসমা পাঠান রূম্পা, মৌ শিখা, শীমানা শিলা, তমা ইসলাম, মৌমি শেখ প্রমুখ।
রোজার ঈদ শেষে ঈদুল আজহার আমেজ শুরু হয়ে গেছে নাটক পাড়ায়। ছোট পর্দার তারকারা ব্যস্তসময় পার করছেন শুটিংয়ে। সম্প্রতি শেষ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ভাইব’এর শুটিং। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন যাহের আলভী ও ইফফাত আরা তিথি।
‘ভাইব’ নাটক নিয়ে অভিনেতা যাহের আলভী বলেন, ‘আমি চেষ্টা করেছি ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার। এখন দর্শকদের বুঝে নাটককে কাজ করার চেষ্টা করি। কারণ দিন শেষে আমি দর্শকদের। তারাই আমার কাজ দেখে, আলোচনা-সমালোচনা করেন। আশা করব দর্শক ‘ভাইব’ দেখে আলাদা একটা ভাইব পাবে।’
অভিনেত্রী ইফফাত আরা তিথির ভাষ্যমতে, ‘দর্শক পিউর বিনোদন পাবে ‘ভাইব’ নাটকে। ট্রেন্ডি ঘরানার বেশ জমজমাট গল্পের একটা নাটক। রয়েছে নানা সাসপেন্সও। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’
নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সানজিদ খান প্রিন্স। তিনি বলেন ‘আলভী তিথীসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যেমন তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা খাটিয়েছেন তেমনি আমরাও সর্বোচ্চ টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট রাখার চেষ্টা করেছি।’
নাটকটি আগামী ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে যুক্ত হবে বলে নির্মাতা জানান। দয়াল সাহা’র রচনায় এই নাটকে আরও অভিনয় করেছেন–রকি খান, আসমা পাঠান রূম্পা, মৌ শিখা, শীমানা শিলা, তমা ইসলাম, মৌমি শেখ প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৪ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৪ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৪ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৪ দিন আগে