পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে