বড় বোন মেহজাবীনের দেখানো পথেই হাঁটছেন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপনের পর এবার তিনি অভিনয় করছেন নাটকে। নাটকের নাম ‘সন্ধিক্ষণ’। গল্প লিখেছেন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সন্ধিক্ষণ নাটকে মালাইকার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেওয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’
নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’
নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে।
মেহজাবীনের যাত্রা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, আর মালাইকা শোবিজ ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনের মডেল হয়ে।
গত ফেব্রুয়ারিতে প্রথমবার আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন মালাইকা। এতে মালাইকার সঙ্গে ছিলেন নাসেক নাসেকখ্যাত শিল্পী অনিমেষ রায়। বিজ্ঞাপনের প্রস্তাবটি বোন মেহজাবীনের কাছ থেকেই পেয়েছিলেন মালাইকা।
বড় বোন মেহজাবীনের দেখানো পথেই হাঁটছেন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপনের পর এবার তিনি অভিনয় করছেন নাটকে। নাটকের নাম ‘সন্ধিক্ষণ’। গল্প লিখেছেন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সন্ধিক্ষণ নাটকে মালাইকার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেওয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’
নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’
নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে।
মেহজাবীনের যাত্রা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, আর মালাইকা শোবিজ ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনের মডেল হয়ে।
গত ফেব্রুয়ারিতে প্রথমবার আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন মালাইকা। এতে মালাইকার সঙ্গে ছিলেন নাসেক নাসেকখ্যাত শিল্পী অনিমেষ রায়। বিজ্ঞাপনের প্রস্তাবটি বোন মেহজাবীনের কাছ থেকেই পেয়েছিলেন মালাইকা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে