দীপ্ত টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক, বিদেশী ধারাবাহিক, নন ফিকশন শোয়ের কলাকুশলীদের মোট ১৪টি ক্যাটাগরিতে মনোনীত করা হয়। বিশেষ সম্মাননা প্রদান করা হয় টিভি ফিচার ফিল্ম ‘সাহসিকা’ ও থ্রিডি অ্যানিমেশন ফিল্ম ‘টুমরো’কে।
বিজয়ীদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন অভিনেতা তারিক আনাম খান, লেখক ও সাংবাদিক আনিসুল হক, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অভিনেতা জাহিদ হাসান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সিইও মোঃ কাজিম উদ্দিন ও হক গ্রুপের ডিজিএম প্রবীর রায় চৌধুরী।
দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১-এর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শর্মিলা ব্যানার্জীর পরিচালনায় নৃত্য নন্দন দল, ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’-এর অভিনয়শিল্পী, ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’-এর অভিনয়শিল্পী, দীপ্ত কন্ঠাভিনয়শিল্পী এবং ধারাবাহিক নাটক ‘বকুলপুর’-এর অভিনয়শিল্পীরা।
দীপ্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইমতু রাতিশ ও নীল হুরেজাহান। প্রযোজনা করেছেন মোঃ মাসুদ মিয়া। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল বিকাল ৪টা ৩০ মিনিটে।
দীপ্ত টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক, বিদেশী ধারাবাহিক, নন ফিকশন শোয়ের কলাকুশলীদের মোট ১৪টি ক্যাটাগরিতে মনোনীত করা হয়। বিশেষ সম্মাননা প্রদান করা হয় টিভি ফিচার ফিল্ম ‘সাহসিকা’ ও থ্রিডি অ্যানিমেশন ফিল্ম ‘টুমরো’কে।
বিজয়ীদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন অভিনেতা তারিক আনাম খান, লেখক ও সাংবাদিক আনিসুল হক, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অভিনেতা জাহিদ হাসান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সিইও মোঃ কাজিম উদ্দিন ও হক গ্রুপের ডিজিএম প্রবীর রায় চৌধুরী।
দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১-এর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শর্মিলা ব্যানার্জীর পরিচালনায় নৃত্য নন্দন দল, ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’-এর অভিনয়শিল্পী, ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’-এর অভিনয়শিল্পী, দীপ্ত কন্ঠাভিনয়শিল্পী এবং ধারাবাহিক নাটক ‘বকুলপুর’-এর অভিনয়শিল্পীরা।
দীপ্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইমতু রাতিশ ও নীল হুরেজাহান। প্রযোজনা করেছেন মোঃ মাসুদ মিয়া। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল বিকাল ৪টা ৩০ মিনিটে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫