বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতি ঈদেই নাটকের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও প্রচারিত হবে একগুচ্ছ নাটক। এবার চট্টগ্রাম বিটিভিতে দেখা যাবে আবুল হায়াতের লেখা নাটক। ‘রনজিত গোধূলি’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ঈদের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই নাটক।
নাটকের গল্পে দেখা যাবে—চট্টগ্রামের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে বাবু আর রিন্টু নামের দুই বন্ধু। সেই সূত্রে রিন্টুর বোন সাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় বাবু। এ নিয়ে সাবুদের বাড়িতে তুলকালাম কাণ্ড। সাবুর বাবা অপমান করেন বাবুর বাবাকে। সেই ক্ষোভে তিনি ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। বাবু আর সাবুর সম্পর্ক নষ্ট হয়।
৫০ বছর পর বাবুর কাছে আসে সাবুর ফোন। সাবু তাকে চট্টগ্রামে যাওয়ার আমন্ত্রণ জানায়। পরম বিস্মিত বাবু হঠাৎ এমন আমন্ত্রণের কারণ জানতে চায়। এরপর বাবু চট্টগ্রামে যাওয়ার পর ঘটতে থাকে নানা ঘটনা।
মো. ইয়াদ আহমেদের প্রযোজনায় নির্মিত ‘রনজিত গোধূলী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, হোসাইন নীরব, রাহনুমা নুরাইন তানহা, হাফিজুর রহমান সুরুজ, নওশীন ইসলাম, লিজা কারিমা, ইফরাদ আবেদ, রাজ সাগর প্রমুখ।
প্রতি ঈদেই নাটকের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও প্রচারিত হবে একগুচ্ছ নাটক। এবার চট্টগ্রাম বিটিভিতে দেখা যাবে আবুল হায়াতের লেখা নাটক। ‘রনজিত গোধূলি’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ঈদের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই নাটক।
নাটকের গল্পে দেখা যাবে—চট্টগ্রামের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে বাবু আর রিন্টু নামের দুই বন্ধু। সেই সূত্রে রিন্টুর বোন সাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় বাবু। এ নিয়ে সাবুদের বাড়িতে তুলকালাম কাণ্ড। সাবুর বাবা অপমান করেন বাবুর বাবাকে। সেই ক্ষোভে তিনি ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। বাবু আর সাবুর সম্পর্ক নষ্ট হয়।
৫০ বছর পর বাবুর কাছে আসে সাবুর ফোন। সাবু তাকে চট্টগ্রামে যাওয়ার আমন্ত্রণ জানায়। পরম বিস্মিত বাবু হঠাৎ এমন আমন্ত্রণের কারণ জানতে চায়। এরপর বাবু চট্টগ্রামে যাওয়ার পর ঘটতে থাকে নানা ঘটনা।
মো. ইয়াদ আহমেদের প্রযোজনায় নির্মিত ‘রনজিত গোধূলী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, হোসাইন নীরব, রাহনুমা নুরাইন তানহা, হাফিজুর রহমান সুরুজ, নওশীন ইসলাম, লিজা কারিমা, ইফরাদ আবেদ, রাজ সাগর প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে