তিন ভাইয়ের বিবাদ। সেই বিবাদের ফল ভোগ করেন মা। মায়ের সঙ্গে সন্তানদের তৈরি হয় দূরত্ব। নিজেদের বিবাদে মাকে ফেলে সন্তানেরা পাড়ি জমায় বিদেশে। একা মায়ের কষ্টটা কী? গতানুগতিক ধারার বাইরে এমন গল্পে ঈদের নাটক ‘মায়ের ডাক’। আকবর হায়দার মুন্নার গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
ঈদে প্রচারিত চার শতাধিক নাটকের ভিড়ে পরিচালক বান্নাহর ‘মায়ের ডাক’ সাড়া ফেলেছে দর্শক মহলে। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। ইউটিউব থেকে নাটকটি দেখে আবেগাপ্লুত হয়ে মন্তব্য করছেন হাজারো দর্শক। তাঁদের অনুভূতি লিখেছেন কমেন্ট বক্সে, যা চোখ এড়ায়নি।
‘মায়ের ডাক’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন—তাহসান খান, তৌসিফ মাহবুব ও জোভান। তাঁদের সঙ্গে ছিলেন মম, তাসনিয়া ফারিণ ও কেয়া পায়েল। আরেক চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে।
ঈদুল আজহায় ১০টি নাটক পরিচালনা করেছেন বান্নাহ। প্রকাশ পেয়েছে সুইপারম্যান, দ্য টিচার, মায়ের ডাক, হোম পলিটিকস। প্রতিটি কাজ প্রশংসা অর্জন করেছে।
‘মায়ের ডাক’ থেকে মানুষের প্রশংসা পেয়ে পরিচালক বান্নাহ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘মানুষের প্রশংসা নিতে নিতে আমি ক্লান্ত। আনন্দে আমার চোখ ভিজে গেছে। অনেকে আমাকে জানাচ্ছেন, ভুল-বোঝাবুঝির জন্য মাকে গিয়ে সরি বলছেন; বিশেষ করে প্রবাসীরা এ নাটক দেখে মায়ের কাছে ফিরতে চাইছেন। এই কৃতিত্ব আমার পুরো টিমের। সবাই মিলে আন্তরিক এ কাজটি সম্ভব হয়েছে।’
বান্নাহ বলেন, ‘আরেকটি সুখের অভিজ্ঞতা পরিবার নিয়ে সবাই কাজটি দেখছেন। একে-অন্যকে দেখতে সাজেস্ট করছেন। নাটকটি দেখার পর মানুষ স্বেচ্ছায় শেয়ার করছেন। আবেগমিশ্রিত কথায় ক্যাপশন লিখছেন। ২৩ ঘণ্টায় মিলিয়ন ভিউস অতিক্রম করেছে। এই আনন্দের চেয়ে বড় হাজারো ইমোশনাল মন্তব্য আমাকে ছুঁয়ে যাচ্ছে।’
তিন ভাইয়ের বিবাদ। সেই বিবাদের ফল ভোগ করেন মা। মায়ের সঙ্গে সন্তানদের তৈরি হয় দূরত্ব। নিজেদের বিবাদে মাকে ফেলে সন্তানেরা পাড়ি জমায় বিদেশে। একা মায়ের কষ্টটা কী? গতানুগতিক ধারার বাইরে এমন গল্পে ঈদের নাটক ‘মায়ের ডাক’। আকবর হায়দার মুন্নার গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
ঈদে প্রচারিত চার শতাধিক নাটকের ভিড়ে পরিচালক বান্নাহর ‘মায়ের ডাক’ সাড়া ফেলেছে দর্শক মহলে। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। ইউটিউব থেকে নাটকটি দেখে আবেগাপ্লুত হয়ে মন্তব্য করছেন হাজারো দর্শক। তাঁদের অনুভূতি লিখেছেন কমেন্ট বক্সে, যা চোখ এড়ায়নি।
‘মায়ের ডাক’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন—তাহসান খান, তৌসিফ মাহবুব ও জোভান। তাঁদের সঙ্গে ছিলেন মম, তাসনিয়া ফারিণ ও কেয়া পায়েল। আরেক চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে।
ঈদুল আজহায় ১০টি নাটক পরিচালনা করেছেন বান্নাহ। প্রকাশ পেয়েছে সুইপারম্যান, দ্য টিচার, মায়ের ডাক, হোম পলিটিকস। প্রতিটি কাজ প্রশংসা অর্জন করেছে।
‘মায়ের ডাক’ থেকে মানুষের প্রশংসা পেয়ে পরিচালক বান্নাহ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘মানুষের প্রশংসা নিতে নিতে আমি ক্লান্ত। আনন্দে আমার চোখ ভিজে গেছে। অনেকে আমাকে জানাচ্ছেন, ভুল-বোঝাবুঝির জন্য মাকে গিয়ে সরি বলছেন; বিশেষ করে প্রবাসীরা এ নাটক দেখে মায়ের কাছে ফিরতে চাইছেন। এই কৃতিত্ব আমার পুরো টিমের। সবাই মিলে আন্তরিক এ কাজটি সম্ভব হয়েছে।’
বান্নাহ বলেন, ‘আরেকটি সুখের অভিজ্ঞতা পরিবার নিয়ে সবাই কাজটি দেখছেন। একে-অন্যকে দেখতে সাজেস্ট করছেন। নাটকটি দেখার পর মানুষ স্বেচ্ছায় শেয়ার করছেন। আবেগমিশ্রিত কথায় ক্যাপশন লিখছেন। ২৩ ঘণ্টায় মিলিয়ন ভিউস অতিক্রম করেছে। এই আনন্দের চেয়ে বড় হাজারো ইমোশনাল মন্তব্য আমাকে ছুঁয়ে যাচ্ছে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫